এইমাত্র
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    পর্দার নায়ক থেকে মাঠের নায়ক হতে চান ফেরদৌস

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০১:১০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০১:১০ পিএম

    পর্দার নায়ক থেকে মাঠের নায়ক হতে চান ফেরদৌস

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০১:১০ পিএম

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

    আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় রিটার্নিং কর্মকর্তার কাছে এসে ফরম সংগ্রহ করেন।

    এসময় ফেরদৌস বলেন, এত দিন পর্দার নায়ক ছিলাম, এখন মাঠের নায়ক। ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবেন বলেও জানান তিনি।

    তিনি আরও বলেন, আমি সব সময় নায়ক থাকতে চাই। কখনোই চরিত্র অভিনেতা হবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনো বাবার চরিত্রে অভিনয় করবো না। নায়ক হিসাবেই ইন্ডাস্ট্রি থেকে অবসরে যাবো। এতদিন পর্দার নায়ক ছিলাম এখন মাঠের নায়ক হবো। নায়ক হিসেবেই থাকবো, রাজনীতিতেই থাকবো। যদি কখনও সুন্দর চরিত্র মনে হয় তাহলে বছরে একটা ছবি করবো।

    এ অভিনেতা বলেন, আমার পরিবারের অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত। আমার শ্বশুর যশোরের এমপি ছিলেন। আমি এই আবহেই ছিলাম। আমি ২০০১ সালে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার জন্য যখন প্রধানমন্ত্রীর কাছ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম ৷ তখন থেকে তার সঙ্গে আমার একটা আত্মিক বন্ধন তৈরি হয়। এরপর আমি আওয়ামী লীগের বিভিন্ন কমিটির সঙ্গে যুক্ত হলাম। প্রচার প্রচারণায় কাজ করতে শুরু করলাম। এভাবেই আমার এখানে আসা। এর আগে যখন চেয়েছিলাম প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন আমাদের নায়ক দরকার আছে, এখনো কাজ করো। এবার যখন মনোনয়নপ্রত্যাশী হলাম, প্রধানমন্ত্রী আমাকে এত বড় একটি দায়িত্ব দিলেন।

    এর আগে গত রোববার আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। তাতে ঢাকা–১০ আসনের জন্য ফেরদৌসকে মনোনীত করা হয়। আগামীকাল বুধবার তিনি ফরম জমা দেবেন বলে জানান।

    গতকাল সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বলে জানান ফেরদৌস। তিনি বলেন, আমি সব সময় নায়কই থাকতে চাই, চরিত্রাভিনেতা হব না। নায়ক হিসেবেই অবসরে যাব।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…