এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জামিন না পেয়ে আদালতেই বিচারককে জুতা নিক্ষেপ আসামির

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪৯ এএম

    জামিন না পেয়ে আদালতেই বিচারককে জুতা নিক্ষেপ আসামির

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪৯ এএম

    নয় মাস কারাগারে থেকেও জামিন না পেয়ে ক্ষিপ্ত হয়ে স্বয়ং আসামি এজলাসেই বিচারককে জুতা নিক্ষেপ করার অপ্রীতিকর এক ঘটনা ঘটেছে। জামিনের জন্য বিচারকের কাছে আবেদন করেছিলেন আসামি মো. মনির খান। কিন্তু জামিন মঞ্জুর না রাখার ক্ষোভে বিচারকাজ চলাকালীনই এই কাণ্ড ঘটিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার এই বাসিন্দা।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে বিভাগীয় সাইবার ট্রাইবুন্যাল আদালতে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া আসামি মনির খান মাইকেল বিচারক জহিরুল কবিরকে লক্ষ্যে করে জুতা ছুড়ে মারেন।

    এ বিষয়ে চট্টগ্রামে বিভাগীয় সাইবার ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, বিচারক জহিরুল কবির এজলাসে আসন গ্রহণ করার পরপরই আসামি এ অপ্রীতিকর ঘটনা ঘটান। এ সময় বিচারককে উদ্দেশ্য করে আসামি বলেন, তাকে জামিন দিচ্ছেন না এই বিচারক। এই বলে তিনি বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন। ঘটনার পরপরই কর্তব্যরত পুলিশ তাকে জাপটে ধরে নিজেদের হেফাজতে নেয়। এরপর বিচারক এজলাস থেকে নেমে আর বিচার কার্যক্রম পরিচালনা করেননি।

    মামলা সূত্রে জানা যায়, মো. মনির খান মাইকেল নামীয় নিজের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন তিনি। যেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের শীর্ষ রাজনীতিবিদদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে আশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মানহানিকর এবং মিথ্যা তথ্য প্রচার করেন।

    পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার উপ–পরিদর্শক (এসআই) তপু সাহা বাদী হয়ে ২০২১ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন।

    এদিন আসামির পক্ষে জামিন আবেদন করেছিলেন তার নিয়োজিত আইনজীবী। তবে এ ঘটনার পর ওই আইনজীবী আদালতকে লিখিতভাবে জানান আসামি পক্ষে তিনি আর মামলা পরিচালনা করতে চান না।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…