এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    পেসের পর স্পিনে বাংলাদেশের তোপ, দিশেহারা নিউজিল্যান্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম

    পেসের পর স্পিনে বাংলাদেশের তোপ, দিশেহারা নিউজিল্যান্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম

    সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৭ রানের লিড শোধ করে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে। জবাব দিতে নেমে শুরুতে ৩০ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। পরে ৭১ রানে তাদের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

    নিউজিল্যান্ড ৩২.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ড্যারেল মিশেল ২৬ রানে খেলছেন। তার সঙ্গী গ্লেন ফিলিপস ৮ রানে ব্যাট করছেন। এর আগে ওপেনার টম ল্যাথাম শূন্য করে ফেরেন। কেন উইলিয়ামসন ১১ ও হেনরি নিকোলস ২ রান করে ফির যান। ওপেনার ডেভন কনওয়ে ২২ ও টম ব্লান্ডেল ৬ রান করে আউট হয়েছেন।

    দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের হয়ে ১০৫ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নাজমুল শান্ত। এছাড়া মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদী মিরাজ ৫০ রানের ইনিংস খেলেছেন। মুমিনুল হক ৪০ রান করে আউট হন। ৩ উইকেটে ২১২ রানে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ চতুর্থ দিন ১২৬ রান যোগ করে অলআউট হয়েছে।

    বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১০ রান তুলেছিল। ওই ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার জয়। এছাড়া শান্ত ও মুমিনুল ৩৭ করে রান যোগ করেন। শাহাদাত ২৪ ও মিরাজ ২০ রান করেন। সোহান যোগ করেন ২৯ রান।

    প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ১০৪ রান করেন। এছাড়া হেনরি নিকোলস ৪১ ও গ্লেন ফিলিপস ৪২ রানের ইনিংস খেলেন। টিম সাউদি ৩৫ রান যোগ করেন। দলটি প্রথম ইনিংসে ৩১৭ রান তুলে অলআউট হয়েছিল।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…