আদরের পোষা বিড়ালের কামড়ে মৃত্যু হলো বাবা ও ছেলের। পোষা বিড়াল ভেবে কেউ কামড়কে গুরুত্ব সহকারে নেয়নি। শেষ পর্যন্ত সেই অবহেলাই মৃত্যু ডেকে আনে দুজনের। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে এই ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মৃত ব্যক্তি আকবরপুরের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় সরকারি স্কুলে শিক্ষকতা করতেন। তার ছেলের বয়স ২৪ বছর। অনেকদিন ধরে বাড়িতে বিড়াল পালেন তারা। হঠাৎই তার আচরণে বদল দেখা যায়। একদিন বিড়ালটি দুজনকে কামড় দেয় ও আঁচড় দেয়। তার এক সপ্তাহের মধ্যেই মৃত্যু হয়েছে দুজনের।
জানা গেছে, ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে রেবিস ভাইরাসের সংক্রমণে, যাকে জলাতঙ্ক বলা হয়। কিন্তু কীভাবে এই ভাইরাসে সংক্রমিত হলেন ওই দুজন, সে বিষয়ে খোজ চালাচ্ছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা। তখনই জানা যায়, বিড়ালটিকে কিছু দিন আগে একটি কুকুরে কামড়েছিল। তার পর থেকেই তার আচরণ বদলে যায়।
কর্মকর্তারা বলছেন, বিড়ালটির শরীরে রেবিস ভাইরাস প্রবেশ করে তখনই। এর পর বিড়ালটি তার মনিবদের কামড়ালে তারাও আক্রান্ত হয়ে পড়েন। পোষা বিড়াল বলে চিকিৎসকের কাছে যাননি তারা।
এফএস