কোনো রান না দিয়েই প্রতিপক্ষের ৮ উইকেট তুলে নিয়ে হইচই ফেলে দিয়েছেন শ্রীলংকার এক ক্রিকেটার। সেলভাসকরণ রিসিউধান নামের ওই ক্রিকেটারের বয়স মাত্র ১০।
কয়েকদিন আগে শ্রীলংকার অনূর্ধ্ব-১৩ স্কুল ক্রিকেটে এই রেকর্ড গড়েছেন রিসিউধান। নিজের স্কুলকে প্রায় একা হাতেই জিতিয়েছেন তিনি। প্রথমে ব্যাট করে রিসিউধানের হিন্দু কলেজ, কলম্বো ৯ উইকেট হারিয়ে করে ১২৬ রান। যেখানে রিসিউধানের তোপে মাত্র ২৮ রানেই অলআউট হয় প্রতিপক্ষ এমডিএইচ জয়াবর্ধনে এমভি। ৯ ওভার ৪ বলে করে ৮ উইকেট নেন রিসিউধান (অবশ্যই সব ওভার মেডেন ছিল)।
নিজ দেশ শ্রীলংকা মুত্তিয়া মুরালিধরন (৮০০ টেস্ট উইকেট, সব সংস্করণে ১ হাজার ৩৪৭ উইকেট) ও রঙ্গনা হেরাথের (টেস্টে ৪৩৩ উইকেট) মতো কিংবদন্তি স্পিনারের জন্ম দিলেও তাদের অনুসরণ করছেন না রিসিউধান। তার পছন্দ অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়নের বোলিং।
হিন্দুস্থান টাইমস অনুযায়ী, রিসিউধান বলেছেন, ‘আমি ৬ ধরনের ডেলিভারি করতে জানি। এর মধ্যে আছে, অফ স্পিন, লেগ স্পিন, ক্যারম বল, লুপ, ফ্লাট লুপ ও ফাস্ট বল। আমার প্রিয় ক্রিকেটার নাথান লায়ন। তার মতো বোলিং করতে পছন্দ করি আমি। শ্রীলংকার হয়ে ১৯ বছর বয়সে খেলতে চাই আমি।’
এই বিস্ময়বালকের কীর্তিতে খুশি তার স্কুলও। কর্তৃপক্ষ বলেছে, ‘অসাধারণ পারফরম্যান্স, মাস্টার সেলভাসকরণ রিসিউধানকে ঐতিহাসিক এই স্পেলের (৯.৪-৯-০-৮) জন্য অভিনন্দন জানাচ্ছি।’ স্কুলের সিনিয়র ছাত্রদের অ্যাসোসিয়েশনও দারুণ প্রশংসা করেছে রিসিউধানের। তারা পুরো একটি ক্রিকেট কিড রিসিউধানকে উপহার দিয়েছে।
এফএস