আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাগেরহাটে জেলা বিএনপি।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির ব্যানারে মহিলা দলের এই মানবন্ধনে জেলায় মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির নেতাকর্মীদের পরিবারের স্বজনেরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির নেতাকর্মীদের পরিবারের সদস্য ছাড়াও বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, মহিলা দল নেত্রী কমলা বেগম, মাহমুদা বেগম, পলিনা বেগম, জেলা জাসাসের সম্পাদক নার্গিস আক্তার লুনা, সাগর বেগমসহ জেলার ৯টি উপজেলার সভাপতি সম্পাদক।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, পুলিশি নির্যাতন ও গায়েবি মামলা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে আর বেশিদিন টিকে থাকতে পারবেনা। ভোটের অধিকার আদায়ে রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন তাঁরা।
পিএম