লালমনিরহাটের আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ভুক্ত পৃথক পৃথক মালার ৫ পলাতক থাকা আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (০৯ ডিসেম্বর) রাতে আদিতমারী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদিতমারী পুলিশ।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাতেও থানার ওসির নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম (ওসি তদন্ত) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার জামুর টারী এলাকার শাহার আলীর পুত্র জাকির হোসেন মুচা, দক্ষিণ বালাপাড়া এলাকার মৃত শাহাদাৎ আলীর পুত্র ছপিয়ার রহমান, সাপ্টিবাড়ী গিলাবাড়ীর বাসিন্দা সৈয়দ আলীর ছেলে মিজানুর রহমান মিজান, পূর্ব দৈলজোর এলাকার মৃত আঃ আলীর ছেলে নুর ইসলাম এবং সাহানুর।
এ বিশেষ আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা। শনিবার রাতে গ্রেফতারকৃত আসামিদের রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
এআই