এইমাত্র
  • অবশেষে দুই বিভাগে টানা ৩ দিন ঝড়বৃষ্টির আভাস
  • গা'জায় শরণার্থী শিবিরে ইস'রাইলি হামলায় নিহত ১৫
  • হিট অফিসারের পরামর্শে রাজধানীতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা
  • রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭
  • ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২
  • বরগুনায় নিখোঁজের ২২ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার
  • হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু, পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক
  • আবহাওয়ার পূর্বাভাসে সুখবর নেই, তাপমাত্রা আরও বাড়তে পারে
  • ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
  • কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী আটক
  • আজ শনিবার, ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪
    খেলা

    শেষ মুহূর্তে পেনাল্টি থেকে পাওয়া গোলে ড্র করলো ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১১:২৯ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১১:২৯ এএম

    শেষ মুহূর্তে পেনাল্টি থেকে পাওয়া গোলে ড্র করলো ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১১:২৯ এএম

    মাঠে সময়টা একদমই ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ের আগে টানা চার ম্যাচ জয়হীন, হার টানা তিন। ওই ম্যাচের আগে সবশেষ জয় গত বছর সেপ্টেম্বরে পেরুর বিপক্ষে। তবে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল কোচ দরিভালের শিষ্যরা। আর সেটিরেই প্রতিফলন দেখা গেল স্পেনের বিপক্ষে।

    মঙ্গলবার (২৬ মার্চ) রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল স্পেন ও ব্রাজিল। এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্পেনকে রুখে দিয়েছে ব্রাজিল।

    ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও সমতা ফেরায় ব্রাজিল। শেষ রদ্রির স্পট কিকে ৮৭তম মিনিটে স্পেন আবার এগিয়ে গেলেও লুকাস পাকুয়েতার ৯৬ মিনিটের পেনাল্টিতে ড্র আদায় করে হলুদ জার্সিধারীরা।

    শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল স্পেনের। ১৩তম মিনিটের পেনাল্টি কিক থেকে রদ্রি স্পেনকে এগিয়ে দেন। ১৭তম মিনিটে লক্ষ্যে ব্রাজিলের প্রথম শট নেন ভিনিসিয়ুস। তবে স্পেন গোলকিপার উনাই সিমন সহজেই তা রুখে দেন।

    ৩৬তম মিনিটে স্পেনকে ২-০ গোলে এগিয়ে দিতে ভূমিকা রাখেন ইয়ামাল। ব্রাজিল ডিফেন্ডার বেরালদোর পায়ের ফাঁক দিয়ে বল বের করিয়ে মুগ্ধতা ছড়ান বার্সেলোনা তারকা।

    দুই গোল হজমের পরেই অবশ্য প্রথমার্ধেই এক গোল শোধ করে সেলেসাওরা। সেটাও অবশ্য স্প্যানিশ গোলরক্ষকের কল্যাণে। হঠাৎ খেই হারিয়ে উনাই সিমন বল তুলে দেন প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগোর পায়ে। ৪০তম মিনিটে ফিরতি শটে জালে বল ঢুকিয়ে ব্যবধান কমান তিনি।

    বিরতির পর বিস্ময়-বালক এন্ড্রিককে মাঠে নামান কোচ দরিভাল। কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে নায়ক হয়েছেন। ৫০ মিনিটে কর্নার থেকে জটলায় বল পেয়ে অসাধারণ এক ভলিতে ব্রাজিলকে সমতায় ফেরায় তিনি।

    এরপর সমান দাপটে খেলতে শুরু করে দুই দল। যদিও ৮৫ মিনিটে স্পেন দ্বিতীয় পেনাল্টি পেলে ব্রাজিল আবার পিছিয়ে পড়ে। রদ্রি স্পটকিকে গোল করে স্পেনকে লিড এনে দেন ৩-২ গোলে।

    তবে শেষ বাঁশি বাজার আগে ঘটে যায় আরেক চমক। যোগ করা সময়ে ৯৬তম মিনিটে গালেনোকে ফাউল করেন কারভাহালই। স্পট কিকে পাকেতা গোল করেন। ফলে ৩-৩ গোলের রোমাঞ্চে সেই হয় বর্ণবাদের বিরুদ্ধে বার্তা দিয়ে আয়োজন করা ম্যাচের।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…