এইমাত্র
  • ফিলিস্তি’নিদের সমর্থনে মালয়েশিয়ায় কেএফসি বয়কট, শতাধিক আউটলেট বন্ধ
  • মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু
  • ৩৫ বছরের ইতিহাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
  • গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
  • বিরামপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
  • হবিগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২
  • শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে বিএনপি সংকল্পবদ্ধ : মির্জা ফখরুল
  • আবারও বাড়ল হজ ভিসার আবেদনের সময়
  • স্কুল বন্ধের আদেশে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়
  • আজ মঙ্গলবার, ১৭ বৈশাখ, ১৪৩১ | ৩০ এপ্রিল, ২০২৪
    অর্থ-বাণিজ্য

    'স্বপ্নযাত্রা' শিক্ষা সহায়তা কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ ওয়ালটন গ্রুপের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

    'স্বপ্নযাত্রা' শিক্ষা সহায়তা কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ ওয়ালটন গ্রুপের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম

    'স্বপ্নযাত্রা' শিক্ষা সহায়তা কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সুবিধাবঞ্ছিত ও অবহেলিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

    রবিবার (০৭ এপ্রিল) স্বপ্নযাত্রার উদ্যোক্তা ও আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদারের হাতে চেক তুলে দেন ওয়ালটন গ্রুপের বোর্ড অফ ডিরেক্টর জাকিয়া সুলতানা।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভির আনজুম, এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ তানভির, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর আবু হেনা মুস্তাফিজ রায়হান, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. ইউসুফ মল্লিকসহ আরও অনেকে।

    এছাড়াও স্বপ্নযাত্রা ও আম্বালা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক দেওয়ান তৌফিকা হোসেন ও সহকারি পরিচালক কাজী ফয়সাল ইসলাম।

    এসময় স্বপ্নযাত্রার দাঁড়ানোর জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানান স্বপ্নযাত্রার উদ্যোক্তা ও আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার। পরে ওয়ালটন গ্রুপের বোর্ড অফ ডিরেক্টর জাকিয়া সুলতানা স্বপ্নযাত্রার এই মহৎ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপের স্বপ্নযাত্রার পাশে থাকার অঙ্গীকার করেন।

    উল্লেখ্য, স্বপ্নযাত্রা ২০১৯ সাল থেকে কার্যক্রম শুরু করে এবং বর্তমানে বাংলাদেশের ৩৬টি জেলার ১২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪০ জন (৯৬ জন ছেলে এবং ৪৪ জন মেয়ে) সুবিধাবঞ্ছিত শিক্ষার্থী এই শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করছে।

    পঞ্চম থেকে মাস্টার্স পর্যন্ত যেকোনো সুবিধাবঞ্ছিত শিক্ষার্থী স্বপ্নযাত্রা শিক্ষা সহায়তা কার্যক্রমের সুবিধা পেতে পারে। এই শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের যাবতীয় সকল শিক্ষাব্যয় প্রদান করা হয় এবং তাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষনও প্রদান করা হয়। শিক্ষাজীবন শেষে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও সহায়তা প্রদান করে স্বপ্নযাত্রা।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…