এইমাত্র
  • খালেদা জিয়াকে আজ আবার হাসপাতালে নেওয়া হচ্ছে
  • দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে জেলেরা
  • নড়াইলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী
  • শেরপুরে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু
  • আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন
  • ৫২ বছরের ইতিহাসে যশোরের তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি
  • সৌদিতে ব্যাপক বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বন্যা
  • ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • আজ বুধবার, ১৮ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪
    চাকরি

    ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু, আবেদনের নিয়ম

    চাকরি ডেস্ক প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০১:০১ পিএম
    চাকরি ডেস্ক প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০১:০১ পিএম

    ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু, আবেদনের নিয়ম

    চাকরি ডেস্ক প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০১:০১ পিএম

    দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রায় ৯৬,৭৩৬টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ০১ জানুয়ারি ২০২৪ তারিখে যাদের বয়স ৩৫ অথবা তার কম এবং জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করবে শুধু তারাই আবেদন করতে পারবেন।

    আবেদন পদ্ধতি:

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ১৭ এপ্রিল ২০২৪ তারিখ থেকে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ০৯ মে ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ই-আবেদন ফরম পূরণের সময় নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন পরীক্ষার ফরম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে। অনলাইনে সঠিকভাবে ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ফরম সাবমিটের পর প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকা জমাদানসহ পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৯৬ হাজার ৭৩৬ জন শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাপ্ত সব আবেদন জাতীয় মেধার ভিত্তিতে বাছাইপূর্বক বিধি মোতাবেক প্রতিটি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের জন্য সুপারিশ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাবে এনটিআরসিএ। এরপর নির্বাচিতদের মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেয়া হবে।

    আবেদন শুরুর সময়: ১৭ এপ্রিল ২০২৪ তারিখ বেলা ১২:০০ টা থেকে শুরু হবে।

    আবেদনের শেষ সময: ০৯ মে ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে।

    আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…