এইমাত্র
  • নাটোরে ১৬০ বস্তা চুরির চালসহ ট্রাক উদ্ধার, গ্রেফতার ১
  • হিটস্ট্রোকে ১৪ দিনে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
  • মারা গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি
  • আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুতে মেসি-স্কালোনির শোক
  • নেত্রকোনায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • বিএনপি নেতা আমানকে বিদেশ যাওয়ার অনুমতি
  • স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা
  • টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল আর নেই
  • নার্সিং ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টির তাণ্ডব, আহত ১০
  • আজ সোমবার, ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪
    দেশজুড়ে

    বরগুনায় বেঁচে থাকতে চায় হাত-পা বিহীন সুলতানা

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম

    বরগুনায় বেঁচে থাকতে চায় হাত-পা বিহীন সুলতানা

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম

    বরগুনা পাথরঘাটায় দুই পা ও এক হাত হীন প্রতিবন্ধী শিশু সুলতানা পারভীন (৩) সকলের সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে চায়। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রাতে দিনমজুর সুলতানের ঘরে ও মা খাদিজার কোলে জন্মনেয় ফুটফুটে শিশু সুলতানা পারভীন।

    প্রথম সন্তান সুমনের জন্ম নেয়ার ১৭ বছর পর জন্মনেয় সুলতানা। সুমন বাবার আর্থিক সচ্ছলতা না থাকার কারণে স্বল্প বয়সে দিনমজুরের কাজ করতে হয়। ৪ জনের সংসারে এক ছেলে ও প্রতিবন্ধী মেয়ে সুলতানা কে নিয়ে অভাবে কাটে তাদের সংসার। অভাব অনটনের ঘরে জন্ম নিলে ও সুলতানা কে নিয়ে মা-বাবার অনেক স্বপ্ন। স্বপ্ন থাকা সত্ত্বেও অভাব অনটনের কাছে স্বপ্ন থমকে যাচ্ছে তাদের।

    প্রতিবেশী জাহাঙ্গীর আলম বলেন, সুলতানার জন্ম থেকেই সকলে খোঁজ রাখছেন প্রতিবেশীরা । তার মা তাকে নিয়ে খুব কষ্ট করছেন এবং দু:শ্চিন্তায় দিন পার করছেন। পরিবারটি খুব গরিব হওয়ায় আমরা যে যখন পারছি তাকে সহযোগীতা করছি। সুলতানার মায়ের কষ্ট দেখে প্রতিবেশীদেরও খুব কষ্ট হয়। এই মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছে বলেও জানান তিনি।

    সুলতানার মা কান্না চোখে বলেন,আমি অন্যের বাড়ি কাজ করে সংসার চালাই। সুলতানা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে ওরে কোন ভালো ডাক্তার দেখাতে পারি না ওষুধও কিনতে পারিনা। আমরা গরিব আমাদের যদি কেউ আর্থিক সহায়তা করত তাহলে আমার শিশুটাকে কৃত্রিম হাত পা লাগাতে পারতাম। আমার শিশুটা অন্য সকল শিশুদের সাথে হাঁটাচলা ও খেলা করতে পারত। এই স্বপ্নটা মনে হয় আমার স্বপ্নই থেকে যাবে।

    সুলতানার বাবা বলেন, আমার মেয়েটা হাত-পা ছাড়াই জন্ম নিয়েছে। আমি মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায় আমি চাই মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে যে কোন একটি চাকুরী দিতে পারলে অন্য কারো উপর নির্ভরশীল হতে হবে না। আমার মেয়েটার লেখাপড়ার করানোর জন্য অর্থের প্রয়োজন। আপনারা যদি আমাকে একটু আর্থিক সহযোগিতা করেন তাহলে আমার মেয়েটার আগামী দিন গুলো নিয়ে চিন্তা করতে হত না। আমাদের সহযোগিতা করার বিকাশ নাম্বার- 01718374233

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, আমি সমাজসেবা অফিসারের সাথে কথা বলে প্রতিবন্ধী সুলতানার খোঁজ নিচ্ছি। আশাকরি দ্রুত সময়ের মধ্য তার জন্য সরকারের পক্ষ থেকে ভাতা ব্যাবস্থা করা হলে । উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষথেকে সকল প্রকার সহযোগিতা তার জন্য থাকবে।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…