এইমাত্র
  • টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি
  • নির্বাচনের সময়সীমা নির্ধারণ তিন মাস পর: মাহফুজ আলম
  • আটাশির পর এমন বন্যা দেখেনি শেরপুরের মানুষ
  • কেরানীগঞ্জে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৩
  • সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
  • এবার সংবিধান বাতিলের দাবি হাসনাত আবদুল্লাহর
  • বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি, চরম ভোগান্তিতে কুমিল্লা নগরবাসী
  • পিরোজপুরে ৪৫৮টি মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
  • নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ: জামায়াতের আমির
  • রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার হবে না: নুরুল হুদা
  • আজ শনিবার, ২০ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪
    বিনোদন

    'আমার স্বামী মুসলিম হলেও বিশ্বাসঘাতক নয়', পায়েলকে মোক্ষম জবাব দেবলীনার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১২:১৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১২:১৬ পিএম

    'আমার স্বামী মুসলিম হলেও বিশ্বাসঘাতক নয়', পায়েলকে মোক্ষম জবাব দেবলীনার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১২:১৬ পিএম

    জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক আর তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা মালিক বর্তমানে বিনোদনের হট টপিক। বিগ বস ওটিটি সিজন ৩-এর ঘরে প্রবেশ করার পর থেকেই চর্চায় রয়েছেন তারকা দম্পতি। দুই স্ত্রী নিয়ে সংসার করায় আরমানকে নিয়ে বহু বিতর্ক আগেই তৈরি হয়েছিল। বিগ বসের সৌজন্যে সেই বিতর্ক আরও জোড়াল হয়।

    সাধারণ মানুষ থেকে সেলেব অনেকেই বহুবিবাহকে জাতীয় স্তরের টলিভিশনে দেখানোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সেই তালিকায় ছিলেন টেলি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যও। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে লিখেছিলেন দেবলীনা।তিনি বলেন, ‘আপনি কি মনে করেন এটা বিনোদন? এটা বিনোদনের নামে নোংরামি।' দেবলীনা লেখেন, 'এটা কিন্ত রিল নয়, বাস্তব। আমি বুঝতে পারি না নির্লজ্জতার কীভাবে বিনোদন হয়? আমার তো শুনেই বিরক্ত লাগছে। মানে ৬-৭দিনের মধ্যে প্রেমও হয়ে গেল, আবার বিয়ে! আবার একই গল্প হয় বউ-এর বেস্ট ফ্রেন্ডের সঙ্গেও এসব আমার কল্পনারও বাইরে!’

    আরমানের স্ত্রী পায়েলও পালটা জবাব দিয়ে বলেছিলেন, দেবলীনাও তো অন্য ধর্মে বিয়ে করেছেন। লেটেস্ট পোস্টে পায়েলকে যোগ্য জবাব দিলেন টেলিভিশনের গোপী বহু ।

    উত্তরে দেবলীনা লেখেন, 'একজন মানুষের ন্যূনতম জ্ঞান থাকা দরকার কোনটাকে অন্য ধর্মে বিয়ে বলে আর কোনটাকে বহুবিবাহ। আমি এটা নিশ্চিত বুদ্ধিমানরা এই দুটো জিনিসের পার্থক্য নিশ্চয়ই জানেন। আর এটা শুধু আমার একার অধিকার নয়। প্রতিটি ভারতবাসীর অধিকার আছে বহুবিবাহ-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। জাতীয় স্তরের টেলিভিশনে এই ধরনের জিনিস গর্বের সঙ্গে দেখানো মোটেই কাম্য নয়। এই ধরনের জিনিস শুধুমাত্র বিনোদনের রসদ হতে পারে না। সেই সব দরিদ্র মহিলাদের জীবন নিয়ে খেলবেন না। প্রতিদিন এই ধরনের নোংরা মানসিকতার জন্য তিল তিল করে যাঁদের জীবন শেষ হয়ে যাচ্ছে।'

    দেবলীনা আরও লেখেন, 'আপনি যা খুশি করতে পারেন। দুটো বিয়েতেই কেন থেমে থাকলেন? চার-পাঁচটা বিয়ে করুন। কিন্তু, সমাজে এই রোগ ছড়াবেন না। আমি যা বলছি সেটা খুব ভালো করে ভেবেই বলছি। আর মানুষ যে আমাকে নিয়ে ইউটিউব চ্যানেলে কনটেন্ট বানায় সেটা নিয়ে আমি ওয়াকিবহল। এটা আমার কাছে নতুন কিছু নয়। দয়া করে মানুষকে সম্মান করুন। আমার স্বামী মুসলিম হলেও সে স্ত্রীর বিশ্বাস ভাঙে না। বহুবিবাহকে সমর্থন করে না। আমাদের বিয়ের চার বছর হয়ে গিয়েছে। সাত দিনের স্বামী-স্ত্রী নই।'

    অভিনেত্রীর সংযোজন, 'একজন মহিলা কখনও তাঁর আত্মসম্মান বিসর্জন দিতে পারে না। কিন্তু, আমি তোমার অনুভূতিটা বুঝি। তবে তুমি বুঝতে পার না। সত্যি বলছি তোমার জন্য আমার দুঃখ হয়। কিন্তু, কিন্তু এটা দেখার পর আমার মনে হয়, তুমি তোমার বিয়েটা এভাবেই করতে চেয়েছিলে। তোমাদের জন্য এটা ইউটিউব কনটেন্ট, আমার জন্য নয়। তোমার চালিয়ে যাও। আমার যা বলার তা বলা হয়ে গিয়েছে।'

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…