এইমাত্র
  • এক মাস পর মাঠে ফিরছেন মুস্তাফিজ
  • পাকিস্তানে সশস্ত্র হামলা, ১৬ সেনা নিহত
  • অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির
  • জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে
  • রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি
  • বড় খেলোয়াড়দের কূটকৌশল পুঁজিবাজার অস্থিতিশীল করে: অর্থ উপদেষ্টা
  • আমাদের রান্না ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করবেন না: জামায়াত আমীর
  • চাঁদাবাজের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যে গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার
  • ‘পরিবহন খাতে আগে একদল দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, এখন অন্যদল জড়িত’
  • আজ শনিবার, ৭ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, বেতনের ২৮ লাখ টাকা ফেরত চায় ব্যাংক

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

    ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, বেতনের ২৮ লাখ টাকা ফেরত চায় ব্যাংক

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

    বরগুনার পাথরঘাটায় ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে পোষ্য কোটায় চাকরি করা ব্যাংক কর্মচারীর বেতনের ২৮ লাখ টাকা ফেরত দাবি করেছে সোনালী ব্যাংক পাথরঘাটা শাখা। চাকরি নেওয়ার সময় দাখিল করা মুক্তিযোদ্ধা সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় আদালতে মামলা করেছে পাথরঘাটা শাখা সোনালী ব্যাংক। টাকা অনাদায়ে মালপত্র ক্রোক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    মুক্তিযোদ্ধা পোষ্য ব্যাংক কর্মচারীর নাম সোহাগ সমদ্দার (বয়স), পিতা নিত্যানন্দ সমদ্দার, বাড়ি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে।

    সোহাগ সমদ্দার তার পিতার ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সোনালী ব্যাংকে ক্যাশ অফিসার পদে চাকরি নিয়ে সাড়ে তিন বছর চাকরি করেছেন। সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হলে সোনালী ব্যাংক পিএলসি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত ১১.০৫.২০২২ তারিখ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে ।

    শনিবার (২৮ সেপ্টেম্বর) সোনালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মো. আবদুল জলিল জানান, সোনালী ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী বিধিমোতাবেক আবেদন করে মুক্তিযোদ্ধা কোটায় অফিসার (ক্যাশ) পদে নির্বাচিত হয়ে সোহাগ সমদ্দার ২০১৫ সালের ৫ জুলাই পাথরঘাটা শাখায় যোগদান করেন। তাঁর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে দেখা যায়, তাঁর পিতার দাখিল করা মুক্তিযোদ্ধার সনদ ভুয়া। দাখিল করা একটি সাময়িক সনদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্বাক্ষর রয়েছে। ২০০৬ সালের ১ জুন সনদ ইস্যু করা হয়েছে (যার স্মারক মু ব ম/সা/বরগুনা/প্র-৩/৪৭/২০০২/২১২৭, তাং ০১.০৬.২০০৬)।

    পাথরঘাটা সার্টিফিকেট অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সরকারি অর্থ আদায়ের জন্য ১৯১৩ সালের সরকারি পাওনা আদায়ের আইন মোতাবেক মামলা রুজু হলে সোহাগ সমদ্দারকে ২৭ লাখ ৮৪ হাজার ৪৯ টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার্টিফিকেট অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, সরকারি পাওনা টাকা আদায়ের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। পাওনা টাকা ফেরত না দিলে সরকারি আইন মোতাবেক সম্পত্তি ক্রোক করে নিলামে বিক্রি করা হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…