এইমাত্র
  • টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি
  • নির্বাচনের সময়সীমা নির্ধারণ তিন মাস পর: মাহফুজ আলম
  • আটাশির পর এমন বন্যা দেখেনি শেরপুরের মানুষ
  • কেরানীগঞ্জে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৩
  • সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
  • এবার সংবিধান বাতিলের দাবি হাসনাত আবদুল্লাহর
  • বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি, চরম ভোগান্তিতে কুমিল্লা নগরবাসী
  • পিরোজপুরে ৪৫৮টি মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
  • নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ: জামায়াতের আমির
  • রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পুলিশের সংস্কার হবে না: নুরুল হুদা
  • আজ রবিবার, ২০ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪
    খেলা

    হারের মধ্যেই ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ব্রাজিল কোচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১২:২৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১২:২৭ পিএম

    হারের মধ্যেই ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ব্রাজিল কোচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১২:২৭ পিএম

    ব্রাজিল মানেই ছন্দবদ্ধ ফুটবল। সাম্বার ছন্দে আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ধসিয়ে দেওয়া। কিন্তু এ কোন ব্রাজিলকে দেখা গেল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে? এই ব্রাজিলের কোনো ছন্দ নেই, নেই কোনো সৌন্দর্য। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, ৯ বারের কোপা আমেরিকা শিরোপাজয়ীরা নিজেদের জৌলুস হারিয়েছে। এখন তাদের পারফরমেন্স ফুটবলপ্রেমীদের জন্য হাসির খোরাক।

    আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫বার কোপার শিরোপাজয়ী উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে চলতি আরস থেকে ব্রাজিলের বিদায় ঘটল। রোববারের ম্যাচটিতে এক পর্যায়ে উরুগুয়ে ১০ জনের দলে পরিণত হলেও ব্রাজিল গোল করতে পারেনি। তাদের উদ্দেশ্যবিহীন এলোমেলো ফুটবল দেখে সন্দেহ হওয়া স্বাভাবিক যে- হলুদ জার্সিতে খেলা এই দলটা কি সত্যিই ব্রাজিল?

    সমর্থকদের মতো কষ্ট পেয়েছেন ব্রাজিলের কোচ দরিভালও। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর মাত্র ৮ ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন দরিভাল। এর ভেতরেই কোপার মতো টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘণ্টা বেজে গেছে তার শিষ্যদের। এমন হারের পরেও দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন দরিভাল।

    ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘এমন ম্যাচে হারের পর আপনি এতদিন যা অর্জন করেছেন সবকিছু নিমিষেই বিলীন হয়ে যাবে। এটাই স্বাভাবিক। এটাও স্বাভাবিক যে, অনেক কিছুই এমন টুর্নামেন্টে ঘটে থাকে। আমরা ওই রকম দক্ষতা দেখিয়ে ম্যাচ খেলতে পারিনি। কিন্তু আমি এমনটাও বলতে পারবো না যে, কোনো ম্যাচে দলের একাগ্রতা কিংবা লড়াই করার মানসিকতা ছিল না। এই দলটা খুব সাহসী একটা দল। আমাদের অনেক ইতিবাচক দিক রয়েছে নেতিবাচকের থেকে।’

    উরুগুয়ের জমাট রক্ষণভাগ ভাঙতে অনেক চেষ্টা করেও পারেননি দরিভালের শিষ্যরা। কোচ বলেন, ‘প্রতিপক্ষ জানতো, কীভাবে মার্ক করে খেলতে হয়। আমরা সব উন্মুক্ত করে দেই। আমাদের দুইজন দুই দিক থেকে ড্রিবলিং করছিল। আমরা বল নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করি, পাস দেই। কিন্তু সুযোগ তৈরির ক্ষেত্রে আমাদের দিনটি একদমই ভালো ছিল না।’

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…