এইমাত্র
  • মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব
  • ১২৭ রানে অলআউট বাংলাদেশ
  • ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪, আক্রান্ত ১২২৫
  • বিরামপুরে বেড়েছে ছিনতাই, আতঙ্কে সাধারণ মানুষ
  • জালিয়াতির অভিযোগ, নায়িকাকে সমন পাঠালো পুলিশ
  • নানান অনিয়মেই চলছে মানিকগঞ্জ শিশু হাসপাতাল!
  • 'পাপমুক্ত' ছবির নায়ক ও হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা
  • হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক
  • তিন পার্বত্য জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণ না করার অনুরোধ
  • রাজশাহীর সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ গ্রেফতার
  • আজ রবিবার, ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    যশোরে জ্বীন সাপ আতঙ্কে ১১ নারী হাসপাতালে ভর্তি

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ০৯:৫০ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ০৯:৫০ পিএম

    যশোরে জ্বীন সাপ আতঙ্কে ১১ নারী হাসপাতালে ভর্তি

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ জুলাই ২০২৪, ০৯:৫০ পিএম

    যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রানিয়ালী গ্রামে জ্বীন সাপ আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর ঘরে উঠছে সেখানকার মানুষ।

    ইতিমধ্যে সাপে কেটেছেন এমন ভয়ে অসুস্থ হয়ে সোমবার (৮ জুলাই) ১১ নারী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, তাদের শরীরে সাপে কামড়ের কোন চিহ্ন মেলেনি।

    হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ১১ জন হলেন রানীয়ালী গ্রামের মিলন মন্ডলের স্ত্রী সুমিন্তা মন্ডল (২৫), কুমারেশ মন্ডলের মেয়ে কেয়া (১৬), মিঠুনের স্ত্রী পান্তি (২৮), উৎপলের স্ত্রী তমালিকা (২৮), তাহাজুল ইসলামের স্ত্রী রিপ্না (৩০), অনুকূল মন্ডলের স্ত্রী শ্রাবন্তী মন্ডল (১৮), বাবুর স্ত্রী অনিতা (৩৭), গৌতমের স্ত্রী রুমা (৩০) সুফল মন্ডলের স্ত্রী পল্লবী (৪৪) রফিকুল ইসলামের স্ত্রী বৃষ্টি (২০) ও খাইরুজ্জামানের স্ত্রী ফেরদৌসি বেগম (৪৫)।

    স্থানীয়রা জানিয়েছেন, গত ১ জুলাই রাতে রানীয়ালীর আব্দুল হকের স্ত্রী রাবেয়া বেগমকে(৪০) ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে স্থানীয় কবিরাজ রওনকের কাছে নিয়ে যান। ঝাড়ফুঁকে কবিরাজ তাকে সুস্থ করতে ব্যর্থ হন। পরে রাবেয়াকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয়রা আরও জানান, কবিরাজ রওনক ওই সময় বলেছিলেন রাবেয়াকে জ্বীন সাপে কামড় দিয়েছে। ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর থেকে মানুষের মধ্যে জ্বীন সাপ আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে রানীয়ালী গ্রামের ঘরে ঘরে জ্বীন সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পর্যন্ত অর্ধশত মানুষকে জ্বীন সাপে কামড় দিয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন।

    এরমধ্যে গুরুতর অসুস্থ ১১ জনকে সোমবার (৮ জুলাই) জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন নারীরা জানান, হঠাৎ করে অনুভূত হচ্ছে কিসে যেন কামড়ে দিয়েছে। এরপর শরীরে জ্বালা-পোড়া ও মাথা ঝিমঝিম শুরু হচ্ছে। এভাবে তারা অসুস্থ হয়ে পড়ছেন।

    ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, অসুস্থ হওয়ার পর কবিরাজের কাছে নিয়ে গেলে হাত চালানের মাঝে তাদের শরীরে বিষ আসে বলে শনাক্ত করে। পরে অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। রানীয়ালীর সাবেক মেম্বার ও পল্লী চিকিৎসক রেজাউল ইসলাম জানান, গ্রামে জ্বীন সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর পরই মানুষ ঘরে উঠছে। ভয়ে রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। বর্তমান মেম্বার ও কবিরাজ আব্দুল মজিদ জানান, সাপে কামড় দিয়েছে বলে মানুষ তার কাছে আসছে। তাদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হচ্ছে।

    এই বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, হাসপাতালে ভর্তি ১১ জনের কারও শরীরে সাপে কামড়ের চিহ্ন মেলেনি। জ্বীন সাপ আতঙ্কে তারা অসুস্থ হয়ে পড়েছেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…