ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ১২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রায় দুই বছর পর টি-২০ দলে ফেরা মেহেদী মিরাজ ছাড়া কেউ রান করতে পারেননি।
বাংলাদেশ ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা অধিনায়ক শান্ত ১৮ রান করেছেন। তার সঙ্গী জাকের আলী। এর আগে লিটন ৪ ও পারভেজ ৮ করে আউট হয়েছেন।হৃদয় ১২ ও রিয়াদ ১ রান করেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল শান্ত, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
ভারতের একাদশ: আভিষেক শর্মা, সানজু সামসন, সূর্যকুমার যাদব, নিতিশ রেড্ডি, হার্ডিক পান্ডিয়া, রায়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অশ্বদ্বীপ সিং, মায়াঙ্ক যাদব।
এফএস