এইমাত্র
  • নাটোরে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় খালাস বিএনপি নেতা দুলু
  • অবশেষে গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা
  • টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ডেসটিনির এমডিসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড
  • ভোলায় জ্বিনের বাদশাকে জিম্মি করে মুক্তিপন দাবি, দুই ছাত্রদল নেতা গ্রেফতার
  • সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ-হাসিনাসহ ১২৪ জনের নামে মামলা
  • সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন
  • ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
  • অবশেষে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    মোহাম্মদপুরের তাজমহল রোডে সনি-স্মার্টের শোরুম চালু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

    মোহাম্মদপুরের তাজমহল রোডে সনি-স্মার্টের শোরুম চালু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

    এবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরে চালু হলো সনি-স্মার্ট’র শোরুম। মোহাম্মদপুরের ২৫/৪, ব্লক-সি, তাজমহল রোড (মোহাম্মদপুর মহিলা কলেজ সংলগ্ন) ঠিকানার নীচতলায় স্থাপিত এই বিক্রয়কেন্দ্রটি সনি-স্মার্টের ২৫তম শোরুম। এখন থেকে এই শোরুমেই মিলছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র আসল ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা।

    বাংলাদেশে জাপানের সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস্‌ (বিডি) লিমিটেড, দেশের ইলেকট্রনিক্স অঙ্গনে সনি-স্মার্ট নামে পরিচিত।

    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সনি-স্মার্টের নিজস্ব এই শোরুমটি ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস্‌ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

    এসময় অন্যান্যের মধ্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান মি. রিকি লুকাস, সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস জনাব সারোয়ার জাহান চৌধুরী, ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার মানব কান্তি দে এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং জনাব আজাদ রহমান, প্রমুখ সহ প্রতিষ্ঠানের অন্যান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    মোহাম্মদপুরে শোরুম উদ্বোধন উপলক্ষ্যে একটি অত্যাকর্ষণীয় অফার চালু করেছে সনি-স্মার্ট। উদ্বোধন উপলক্ষ্যে মোহাম্মদপুরের শোরুম থেকে প্রথম ৫০টি ক্রেতারা পাচ্ছেন ৭৯ হাজার ৯০০ টাকা মূল্যের সনি ৪৩ ইঞ্চি টিভি মাইন্ডব্লোয়িং প্রাইস মাত্র ৫২ হাজার ৯০০ টাকায় ও ১ লাখ ২৬ হাজার ৯০০ টাকা মূল্যের সনি ৫৫ ইঞ্চি টিভি মাত্র মাইন্ডব্লোয়িং প্রাইস ৮২ হাজার ৯০০ টাকায় ক্রয়ের সুযোগ। একইসঙ্গে আগামী সাতদিন ‘আমরা করবো জয়’ ক্যাম্পেইনের আওতায় জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া এক্সআর লেটেস্ট ‘এল’সিরিজ গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট’র সকল পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার চলমান সুবিধা তো থাকছেই।

    এছাড়াও রয়েছে প্রতিটি পণ্য ক্রয়ে নিশ্চিত উপহার, ডাবল সেভিংস, নির্দির্ষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে ০ শতাংশ ইএমআই ফ্যাসিলিটিস, জিপি ষ্টার ও নগদ অফার এবং জি-কেয়ার কার্ড -এর অধীনে দেশজুড়ে নানান স্বাস্থ্য সেবা, বেটার মিল/ ক্লাউড কফি/ স্যাফরন সুইটস -এর দেশের সকল শাখায় সকল খাবার পণ্য বিশেষ মূল্যছাড়সহ আরও অনেক সুবিধা।

    শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। মোহাম্মদপুরের এই শোরুমটি সনি-স্মার্টের ২৫তম শোরুম। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

    মোহাম্মদপুর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস্‌ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এসব সম্ভব হচ্ছে আনাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতির কারণে। আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। আমাদের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। ইতোমধ্যে দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের হৃদয়ে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট।”

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…