এইমাত্র
  • শায়েস্তাগঞ্জে ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ১১৬ জন আসামি
  • বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক
  • নিউইয়র্কে হবে না ড. ইউনূস-মোদির বৈঠক
  • আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে তদন্ত কমিটি
  • ইসরায়েলে নতুন যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করলো জার্মানি
  • ইবির পাঁচ বিভাগে সভাপতি পদে নতুন পাঁচ মুখ
  • করোনার অতি-সংক্রামক নতুন ধরন ছড়িয়েছে ২৭ দেশে
  • ভোলায় সাবেক এমপি মুকুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
  • হাসানের বোলিং তোপে দিশেহারা ভারত, রোহিত, গিলের পর শিকার কোহলি
  • চেন্নাই টেস্ট: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন, ১৪৩১ | ১৯ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    প্রজ্ঞাপন থাকলেও পতাকা উত্তোলন করেনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

    প্রজ্ঞাপন থাকলেও পতাকা উত্তোলন করেনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান

    ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

    ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সকল সরকারি-আধাসরকারি ভবন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা পরিপূর্ণভাবে উত্তোলন করতে হবে মর্মে গত ১১ সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে এক প্রজ্ঞাপন জারী করা হয়। কিন্তু তা মান্য করেননি জেলার খানসামা উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

    গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরজমিনে ঘুরে দেখা যায়, মধ্য সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাম রহমান শাহ্ ফাজিল (স্নাতক) বি,এ মাদ্রাসা ও হাসিমপুর আওয়াকরা মসজিদ উচ্চ বিদ্যালয় অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেননি।

    জাতীয় পতাকা উত্তোলন বিষয়ে মধ্য সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালেয় প্রধান শিক্ষিকা জেবুন নেছা ফেরদৌসী মুঠোফোনে বলেন, জাতীয় পতাকা উত্তোলন বিষয়টি আমার পিয়ন জানে। এটি বিদ্যালয়ের পিয়নের কাজ। সে পতাকা তুলল কিনা এটা আমার উপর বর্তায় না।

    অপরদিকে গোলাম রহমান শাহ্ ফাজিল (স্নাতক) বি,এ মাদ্রাসার অধ্যক্ষ কাজী আব্দুল মালেক বলেন, পতাকা উত্তোলন করতে হবে কিনা তেমন কিছু জানি না। আর জানলেও উত্তোলন করি নাই এতে আপনাদের সমস্যা কোথায়? মাদ্রাসার যেহেতু প্রধান আমি পতাকা তুলব কিনা সেটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছে কিনা আমার জানা নেই।

    এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী বলেন, বিষয়টি দুঃখজনক এবং প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এ কাজ করবে আমাদের জানা ছিল না। তারপরেও আমরা বিষয়টি দেখতেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

    এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জরুল হক বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছি। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…