এইমাত্র
  • নেপালে ভয়াবহ বন্যায় নিহত ১৭০
  • জনগণের কাছে যেতে বললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
  • লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইসরাইলের
  • ফের মাশরাফীর বিরুদ্ধে মামলা
  • ইউক্রেনে সব লক্ষ্য পূরণ করা হবে: পুতিন
  • স্বামীসহ গ্রেফতার সাবেক এমপি হেনরি
  • ফেরত আনা হচ্ছে রাষ্ট্রদূত সাইদা মুনাকে
  • প্রথম ভাষণে যা বললেন হিজবুল্লাহর উপপ্রধান
  • এবার চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে রাস্তায় ইলিয়াস কাঞ্চন
  • ৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর
  • আজ সোমবার, ১৫ আশ্বিন, ১৪৩১ | ৩০ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    তেলবাহী জাহাজে আগুন, নিহত ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

    তেলবাহী জাহাজে আগুন, নিহত ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

    চট্টগ্রাম বন্দরে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের তেলবাহী জাহাজ “বাংলার জ্যোতি”তে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন এখনো নিখোঁজ আছেন। নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। অন্য জনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১.০০ টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ দূর্ঘটনা ঘটে।

    পরবর্তীতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, বন্দর, কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ ফায়ার ইউনিটের সদস্যরা দুই ঘণ্টা'র চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর জাহাজ থেকে দুইজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শিপিং করপোরেশনের নাবিকদের সংগঠন সি ম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ বলছেন, এই দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম (৪৫) ও ক্যাজুয়াল স্টাফ হারুন। এক্ষেত্রে খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম কিংবা হারুনের হওয়ার কথা।

    ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানান, বাংলার জ্যোতি জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়।

    মুলত, জাহাজটি বন্দরের ইস্টার্ন রিফাইনারি ঘাটে অপরিশোধিত জ্বালানি তেল খালাস করছিল। এতে ১০ হাজার টন অপরিশোধিত তেল ছিল। সোমবার বেলা পৌনে ১১টার দিকে এর সামনের অংশে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    বন্দরের কর্মকর্তারা বলছেন, আগুন লাগার খবরে তখনি বন্দর কর্তৃপক্ষের ৫টি ও নৌবাহিনীর একটি টাগবোট ঘটনাস্থলে যায়। আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

    এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দিন দুইজনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সকাল ১১টার দিকে বিস্ফোরণের পর বাংলার জ্যোতি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, বন্দর, কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ ফায়ার ইউনিটের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর জাহাজ থেকে দুইজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…