এইমাত্র
  • বাংলাদেশে চরম দারিদ্র্যে ৪ কোটি ১৭ লাখ মানুষ: ইউএনডিপি
  • বঙ্গোপসাগরে ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলে আটক
  • বাংলাদেশ ও উগান্ডার ভিসা ছাড় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
  • লক্ষ্মীপুরে প্রকাশ্যে ১৭ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন
  • সবজির বাজারে অস্বস্তি, ডিমের ডজন কমলেও বেড়েছে মুরগির দাম
  • সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছে, শেষ শ্রদ্ধা ঢাকেশ্বরী মন্দিরে
  • ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: আইন উপদেষ্টা
  • হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন
  • মিয়ানমারে বিস্ফোরণে বসতঘরে ফাটল, আতঙ্কে টেকনাফের বাসিন্দারা
  • আমার সঙ্গে খেলার চেষ্টা করবেন না: সাকিব
  • আজ শুক্রবার, ৩ কার্তিক, ১৪৩১ | ১৮ অক্টোবর, ২০২৪
    বিনোদন

    সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছে, শেষ শ্রদ্ধা ঢাকেশ্বরী মন্দিরে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৫ এএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৫ এএম

    সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছে, শেষ শ্রদ্ধা ঢাকেশ্বরী মন্দিরে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৫ এএম
    ছবি: সংগৃহীত

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান সুজেয় শ্যাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

    জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয় এই প্রবীণ শিল্পীর। পরে তার শরীরের ভেতরে সংক্রমণ তৈরি হয়। পরে রক্তে ছড়িয়ে পড়ে। এছাড়া শ্যামের ডায়াবেটিসও ছিল অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও ছিল বলেও জানা যায়।

    শ্যামের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে সুজেয় শ্যামকে গার্ড অব অনার দেওয়া হবে কি না- জানতে চাইলে রুপা মঞ্জুরী শ্যাম লিজা বলেন, ‘এ প্রসঙ্গে আমি এখনো কিছু জানি না। আমাদের সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেননি।’

    সুজেয় শ্যামের মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর রাজধানীর সবুজবাগ বড়দেশ্বরী শ্মশানে তার শেষকৃত্য হবে।

    একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন এই খ্যাতিমান সুরকার। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন সুজেয় শ্যাম। অজিত রায় ছিলেন গানটির প্রধান কণ্ঠশিল্পী।

    সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ উল্লেখযোগ্য।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…