এইমাত্র
  • সুড়ঙ্গবাস শেষ, 'দাগী' হয়ে ফিরছেন আফরান নিশো
  • গ্যাটকো মামলায় খালেদা জিয়া মোশাররফ ও খসরুকে অব্যাহতি
  • সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১
  • ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি
  • ইউক্রেনে সেনা মোতায়েন প্রশ্নে উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব জার্মানির
  • ৭০ ইসরাইলি সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর
  • বিসিএসে তিনবারের বেশি অংশ নেওয়া যাবে না
  • নাটোরে মসজিদ দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০
  • খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা খারিজ
  • ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো: সোহেল তাজ
  • আজ বৃহস্পতিবার, ৯ কার্তিক, ১৪৩১ | ২৪ অক্টোবর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    ঢাকা বোর্ড: এইচএসসির পৌনে ২ লাখ উত্তরপত্র চ্যালেঞ্জ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম

    ঢাকা বোর্ড: এইচএসসির পৌনে ২ লাখ উত্তরপত্র চ্যালেঞ্জ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম
    ছবি: সংগৃহীত

    এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে চলতি বছর শুধুমাত্র ঢাকা বোর্ডেরই ১ লাখ ৮০ হাজার ৬০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। পুনঃনিরীক্ষণের জন্য ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব আবেদন জমা নেয় বোর্ড।

    বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের পর ফলে পরিবর্তন এলে তা নতুন করে প্রকাশ করা হবে। তবে ঠিক কবে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে, তা এখনো জানা যায়নি।

    তবে বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের এক মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হয়। সে হিসাবে আগামী ১৩ বা ১৪ নভেম্বরের মধ্যে পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

    এর আগে, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৭৮ শতাংশ। ১১টি শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

    প্রকাশিত ফলে কারো প্রত্যাশিত ফল না এলে তাকে পুনঃনিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো। গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলে ২২ অক্টোবর পর্যন্ত।

    বোর্ড সূত্রে জানা গেছে, এবার পুনঃনিরীক্ষণের সর্বোচ্চ ইংরেজি বিষয়ে আবেদন পড়েছে। এ বিষয়ে ৩৮ হাজার ৬২৭টি আবেদন পড়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ে ২৩ হাজার ৫০৬টি আবেদন পড়েছে। এরপর বাংলায় ২২ হাজার ৬৫টি, পদার্থ বিজ্ঞানে ১০ হাজার ৬৪০টি, হিসাব বিজ্ঞানে ৪ হাজার ১৩১টি এবং যুক্তিবিদ্যার ৪ হাজার ৬টি আবেদন পড়েছে।

    জানা গেছে, পুনঃনিরীক্ষণে একজন শিক্ষার্থীর উত্তরপত্র নতুন করে আবার মূল্যায়ন করা হয় না। আবেদন করা উত্তরপত্রের চারটি বিষয় আবার দেখা হয়। সেগুলো হলো উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে তোলা হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এ চারটি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…