এইমাত্র
  • সুড়ঙ্গবাস শেষ, 'দাগী' হয়ে ফিরছেন আফরান নিশো
  • গ্যাটকো মামলায় খালেদা জিয়া মোশাররফ ও খসরুকে অব্যাহতি
  • সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১
  • ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি
  • ইউক্রেনে সেনা মোতায়েন প্রশ্নে উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব জার্মানির
  • ৭০ ইসরাইলি সেনাকে হত্যার দাবি হিজবুল্লাহর
  • বিসিএসে তিনবারের বেশি অংশ নেওয়া যাবে না
  • নাটোরে মসজিদ দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০
  • খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা খারিজ
  • ছাত্রলীগ তারই অপকর্মের জন্য নিষিদ্ধ হলো: সোহেল তাজ
  • আজ বৃহস্পতিবার, ৯ কার্তিক, ১৪৩১ | ২৪ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    সাতক্ষীরায় প্রস্তুত ৮৮৭ আশ্রয়ণকেন্দ্র, কর্মকর্তাদের ছুটি বাতিল

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম
    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম

    সাতক্ষীরায় প্রস্তুত ৮৮৭ আশ্রয়ণকেন্দ্র, কর্মকর্তাদের ছুটি বাতিল

    জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম

    ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় সাতক্ষীরায় ১৬৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে সরকারি কর্মকর্তাদের শুক্র ও শনিবারের ছুটি বাতিল করা হয়েছে।

    ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনায় বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব তথ্য জানানো হয়।

    সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, 'ঘূর্ণিঝড় ডানা' আগামী ২৫ তারিখ সকালের ভিতরে সাতক্ষীরা উপকূল অতিক্রম করবে। ডানা ১৫ কি.মি. বেগে তার দাপট দেখাবে। তবে, ঘূর্ণিঝড় কেন্দ্রে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নাগাদ গতি বৃদ্ধি করে উপকূলের দিকে আসবে। জলোচ্ছ্বাসের সম্ভাবনা খুবই কম। আর ঘূর্ণিঝড় ডানা সাতক্ষীরায় আঘাত হানার সম্ভাবনা কম। তবে আমরা প্রস্তুত থাকবো। ইতোমধ্যে জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। থাকবে আগামী ৩ দিন।

    তিনি বলেন, এজন্য ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমাদের উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনিসহ কালিগঞ্জ ও দেবহাটা এলাকার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, শুকনো খাবার প্রস্তুত রাখা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের নিজ নিজ এলাকায় অবস্থান করা, একই সঙ্গে প্রত্যেক ইউনিয়নে মেডিক্যাল টিম প্রস্তুত করা, পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুত রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, এম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার পাশাপাশি জরুরি ত্রাণ কাজে ব্যবহারের জন্য নগদ টাকা মজুত রয়েছে।'

    তিনি আরো বলেন, 'ডানা মোকাবিলায় জেলার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুক্রবার ও শনিবার ছুটি বাতিল করা হলো। এছাড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।'

    জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় 'ডানা' মোকাবেলায় ১৬৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের উপযোগী করা হচ্ছে। এছাড়া ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরি কাজে অংশগ্রহণের জন্য।

    জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, পানি উন্নয়ন অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আকাশ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুলসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, শ্যামনগর উপজেলা ছাড়াও আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, কুড়িকাহুনিয়া, হরিশখালী, বিছট এলাকাগুলো মারাত্মক ঝুকিপূর্ণ। তাছাড়া, আশাশুনি সদরের বলাবাড়িয়া, দয়ারঘাট এবং মনিপুর থেকে ভোলানাথ পর্যন্ত দেড় কিমি রাস্তা খুব নাজুক। কালিগঞ্জের শুইলপুরে বেড়িবাঁধে ফাটল রয়েছে। এজন্য ইউনিয়ন ভিত্তিক জরুরী ভিত্তিতে জিও ব্যাগ প্রস্তুত রাখা প্রয়োজন।

    সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…