এইমাত্র
  • এবার সরকারি খরচে হজে না পাঠানোর সিদ্ধান্ত
  • সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার
  • সরকারি চাকরির বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৩ দিনের আলটিমেটাম
  • সচিবালয়ে ঢুকে বিক্ষোভ: গ্রেফতার ২৬ জন ছাত্রলীগের সঙ্গে জড়িত
  • গণমাধ্যম ঘেরাওয়ের হুমকি, যা জানালো তথ্য মন্ত্রণালয়
  • রাজধানীতে দ্বিতীয় স্ত্রীর হাতে প্রাণ গেল অটোরিকশা চালকের
  • উপকূলে ২-৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস
  • ‘জাতীয় নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে চিনা বাদাম খাবে না’
  • গণতন্ত্র হত্যার দায়ে আ.লীগের বিচার করতে হবে: হাসনাত
  • জয়পুরহাটে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের মানববন্ধন
  • আজ বৃহস্পতিবার, ৯ কার্তিক, ১৪৩১ | ২৪ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    ঘূর্ণিঝড় ডানা: পিরোজপুরে প্রস্তুত ৫৬১ আশ্রয়কেন্দ্র

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম
    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম

    ঘূর্ণিঝড় ডানা: পিরোজপুরে প্রস্তুত ৫৬১ আশ্রয়কেন্দ্র

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম

    ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে পিরোজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে বয়ে যাচ্ছে তীব্র বাতাস। বুধবার রাত ১২টা থেকেই আকাশ মেঘলা ও বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ। ঘূর্ণিঝড় ডানার প্রভাব মোকাবিলায় প্রস্তুত করা হয়েয়ে ৫৬১টি আশ্রয়কেন্দ্র।

    ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে জেলার কচাঁ, সন্ধ্যা ও পোনা নদীর পানি আগের তুলনায় ৩ থেকে ৪ ফিট বৃদ্ধি পেয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে জেলার মানুষ আজ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। জেলার খেটে খাওয়া মানুষগুলো ঘরে বসে অলস সময় কাটাচ্ছে। পাশাপাশি জনমনে ঝড়ের আতঙ্ক বিরাজ করছে।

    অপরদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দুর্যোগকালীর সময় দুর্যোগকবলিতদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টারসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রয়েছে।

    জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এবং দুর্যোগকালীন সময়ে করণীয় নির্ধারণে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা সহ সভায় জেলা পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জানান, দুর্যোগের সময় দুর্যোগ কবলিতদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে ২৯৫টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৫৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮০ হাজার ৫০০ জন আশ্রয় নিতে পারবেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষসহ প্রতিটি উপজেলায় একটি টিম করা হয়েছে। প্রস্তত রয়েছে ৬৫টি মেডিকেল টিম। ঘূর্ণিঝড় মোকাবিলায় রেড ক্রিসেন্টের ২৫০ স্বেচ্ছাসেবক ও দুই হাজার ৪২০ জন সিপিপি সদস্যও প্রস্তত আছেন। এছাড়াও দুর্যোগ কবলিতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, চাল ও শিশু খাদ্য ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ মজুত রয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…