এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সমুদ্রের তলদেশে বিয়ে করলেন সৌদি যুগল

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম
    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম

    সমুদ্রের তলদেশে বিয়ে করলেন সৌদি যুগল

    আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম

    সৌদি আরবের এক যুগল লোহিত সাগরের তলদেশে গিয়ে বিয়ে সেরেছেন। সৌদি নাগরিক হাসান আবু-আল ওলা ও ইয়াসমিন দফতারদার দুজনই সমুদ্র ভালোবাসেন।

    এই যুগল প্রফেশনাল ডাইভার বা পেশাদার ডুবুরি। প্রায়ই ডাইভ করেন সমুদ্রে। সমুদ্রের তলদেশ তাদের ভীষণ পছন্দ। তাই বিয়ের জন্য গভীর সমুদ্রকে বেছে নেন তাঁরা। বর ও কনেপক্ষের পাশাপাশি তাদের বিয়ের সাক্ষী হয় জলের তলার প্রাণী আর উদ্ভিদরাও।

    গত ২১ অক্টোবর সমুদ্রের তলদেশে নিজেদের বিয়ের উদযাপন করবেন,এমন সিদ্ধান্ত নেন হাসান ও ইয়াসমিন। সহায়তায় এগিয়ে আসেন তাদের সহকর্মীরা। সৌদি আরবের স্থানীয় ডুবুরি ও সংস্থার সঙ্গে কথা বলে সব প্রস্তুতি নেওয়া হয়। মুখে অক্সিজেন মাস্ক ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সুইম স্যুটেই হয়েছে তাদের বিয়ে।

    হাসান আবু-আল ওলা জানান, যেভাবে বিয়ের আয়োজন গভীর সমুদ্রে করা হয়েছে, এজন্য তিনি নিজেকে ধন্য মনে করেন। এমন আয়োজন বিস্ময়কর ও আনন্দদায়ক। এই মুহূর্ত কখনো ভোলার নয় বলেও তিনি জানান।

    হাসান আরও বলেন, ‘অনেকে মনে করতে পারেন গভীর সমুদ্রে হয়তো সমস্যার মধ্যে পড়তে হবে । কিন্তু না, আমাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এই মধুর অভিজ্ঞতা সারাজীবন সঙ্গে থেকে যাবে আমাদের।

    এদিকে হাসান–ইয়াসমিন যুগলের ডেস্টিনেশন ওয়েডিং দেখে অবাক অনেকে। বিয়ের ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গভীর সমুদ্রে এমন ডেস্টিনেশন ওয়েডিং করবার আগ্রহ প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকে।

    উল্লেখ্য,বর্তমানে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বেশ জনপ্রিয় বিষয়। অনেকেই পছন্দের কোনো জায়গা ঠিক করে সেখানে গিয়ে বিয়ে করেন। দেশে কিংবা বিদেশে নিজেদের পছন্দের জায়গায় বিয়ে করা এখন ট্রেন্ড হিসেবে চলছে । তবে সমুদ্রের তলদেশে গিয়ে বিয়ে করা একেবারেই নতুন ট্রেন্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…