এইমাত্র
  • যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা'র বিরুদ্ধে
  • ‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’
  • কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫
  • মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো দিন: ৭ গোল খাওয়ার এগারো বছর আজ
  • হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
  • চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
  • শোলাকিয়া ঈদগা মাঠে জঙ্গি হামলার ৯ বছর, বিচারে ধীরগতি
  • ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
  • গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
  • আজ মঙ্গলবার, ২৪ আষাঢ়, ১৪৩২ | ৮ জুলাই, ২০২৫
    দেশজুড়ে

    সুনামগঞ্জে ঘর থেকে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০২:২১ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০২:২১ পিএম

    সুনামগঞ্জে ঘর থেকে মা-ছেলের গলাকাটা লাশ উদ্ধার

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০২:২১ পিএম

    সুনামগঞ্জের পৌর শহরের এসপি বাংলো (হাসননগর) এলাকায় একটি বাসা থেকে ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজ এর কলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

    এই ঘটনায় হতাশ শহর বাসী। এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পুলিশ সুপার।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    পুলিশ ও স্বজনরা জানান, সুনামগঞ্জ পৌর শহরের হাসননগরে (এসপি বাংলো এলাকা) আত্মীয়ের বাসায় থাকতেন শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখউরি গ্রামের প্রয়াত জাহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজ মিয়া (২০)। বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে।

    মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও তাদের লাশ রক্তাত্ব অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। সোমবার দিনগত রাতে কোনো এক সময় এই নৃশংস হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

    সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।

    সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক।

    নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…