গেল বছর ঈদুল ফিতরে 'সুড়ঙ্গ' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা আফরান নিশোর। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়। তারপরই যেন সুড়ঙ্গতে লুকান এ তারকা। এর মাঝেই প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ঘোষণা দেয় একইসঙ্গে জোড়া সিনেমার।
জানা যায়, নিশোকে নিয়ে শুরু হচ্ছে এর প্রথম সিনেমা।সিনেমার নাম 'দাগী'। আর শিহাব শাহীনের পরিচালনায় নিশোর নতুন ছবিতে নায়িকা হিসেবে থাকছেন সুড়ঙ্গের ময়না অর্থাৎ তমা মির্জা।
একাধিক দায়িত্বশীল সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে সময়ের কন্ঠস্বর। এই সিনেমা দিয়ে ২য় বার পর্দায় হাজির হচ্ছেন নিশো-তমা জুটি।
এ প্রসঙ্গে জানতে আলফা আই স্টুডিওস লিমিটেডের মুখ্যপাত্র সাকিব সৌখিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, 'এখনো কোনো কিছু চুড়ান্ত নয়।'
ইতোমধ্যে নিশো-তমার 'দাগী' চলচ্চিত্র ইতোমধ্যে পরিচালক সমিতিতেও এই নামটি নিবন্ধন করা হয়েছে। সবমিলিয়ে 'দাগী' হতে যাচ্ছে নিশোর দ্বিতীয় ছবি। চলতি বছরেই 'দাগী'র শুটিংয়ে নামবেন এই সিনেমা সংশ্লিষ্টরা। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈতুল ফিতরে।
তবে সিনেমাটি প্রসঙ্গে প্রযোজনা সংস্থা এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট নির্মাতা ও অভিনেতা মুখ খুলতে নারাজ। তারা বলছেন, কিছু দিনের মধ্যে বড় আয়োজন করে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করবে। তার আগে কিছু বলতে চাইছেন না তারা।