এইমাত্র
  • যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা'র বিরুদ্ধে
  • ‘উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা’
  • কুমিল্লায় সীমান্ত দিয়ে মানব পাচারের সময় আটক ৫
  • মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো দিন: ৭ গোল খাওয়ার এগারো বছর আজ
  • হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
  • চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
  • শোলাকিয়া ঈদগা মাঠে জঙ্গি হামলার ৯ বছর, বিচারে ধীরগতি
  • ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
  • গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
  • আজ মঙ্গলবার, ২৪ আষাঢ়, ১৪৩২ | ৮ জুলাই, ২০২৫
    দেশজুড়ে

    স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, বখাটের ছুরিকাঘাতে দুই শিক্ষক আহত!

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম
    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম

    স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, বখাটের ছুরিকাঘাতে দুই শিক্ষক আহত!

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম

    ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর/২৪) ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রীকে বাঁচাতে গিয়ে এ সময় বখাটের ছুরিকাঘাতে আহত হন বিদ্যালয়ের ফার্ম মেশিনারী বিভাগের শিক্ষক মো. সাকিব আল হাসান ও ইলেকট্টিক্যাল বিভাগের শিক্ষক মো. আল আমিন। তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    ভুক্তভোগী স্কুল ছাত্রী জানান, ক্লাস শেষে কলেজের গেইটে আসতে একজন তার মোবাইল চায়। তাকে মোবাইল নাম্বার না দেয়ায় ও কথা না বলায় উত্যক্ত শুরু করে। একপর্যায়ে আমাকে উঠিয়ে নিবে হুমকি দেয়। আমি ওর হাত থেকে বাঁচতে কলেজের পিছনের গেইট দিয়ে দৌড়ে কলেজ ক্যাম্পাসে চলে আসি। ওই ছেলেটাও পিছু নেয়। কলেজ ক্যাম্পাস থেকে আমাকে তুলে নেয়ার চেষ্টা করে। আমাকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে আসলে ওর সঙ্গে থাকা ছুরি দিয়ে দু’স্যারকে আঘাত করে।

    ফার্ম মেশিনারী বিভাগের শিক্ষক মো. সাকিব আল হাসান জানায়, শিক্ষার্থীদের হইচই দেখে এগিয়ে যাই। তখন এক ছাত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টা করছিলো। তাকে বাধা দেয়ায় তার কোমড়ের পিছন থেকে থাকা ছুরি নিয়ে আমার পায়ে আঘাত করে। আল আমিন স্যার তাকে ধরতে গেলে তাকেও ছুরিকাঘাত করে। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রতিরোধের মুখে বহিরাগত পাভেল মিয়া পালিয়ে যায়। তার বাড়ি শোনেছি পৌর শহরের পশ্চিমদাপুনিয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গৌরীপুর থানার পুলিশ।

    গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ জানান, ভুক্তভোগী শিক্ষার্থী একটি অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানা, উপজেলা নির্বাহী অফিসার ও সেনা ক্যাম্প ইনচার্জ বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…