ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
এদিকে জয় নিশ্চিতের পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প। এর মাঝেই এসেছে হোয়াইট হাউসে বৈঠকের আমন্ত্রণ। পাঠিয়েছেন স্বয়ং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ট্রাম্পকে ফোন কল করে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। ট্রাম্পের প্রচারণা দলের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকে অংশ নিতে উন্মুখ হয়ে আছেন। খুব শিগগির এই বৈঠক অনুষ্ঠিত হবে।'
'বাইডেনের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন ট্রাম্প', যোগ করেন তিনি।
বাইডেনের চিফ অব স্টাফ বুধবার ট্রাম্পের দলের সঙ্গে যোগাযোগ করেছে। সুষ্ঠুভাবে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় ফেডারেল চুক্তিতে সাক্ষরের অনুরোধ জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। এর আগে পর্যন্ত বাইডেনই প্রেসিডেন্ট থাকবেন। তবে এ সময়টিতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চালু থাকবে।
তবে ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে ঘনিষ্ঠ এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছেন, হস্তান্তর প্রক্রিয়া এখনো শুরু হয়নি।
নবনির্বাচিত প্রেসিডেন্ট দেশের ও দেশের বাইরের নেতা, দাতা ও গুরুত্বপূর্ণ সমর্থকদের ফোনকল রিসিভ করায় ব্যস্ত আছেন। এ সপ্তাহের শেষ নাগাদ ক্ষমতা হস্তান্তর বিষয়ে ট্রাম্প-বাইডেনের বৈঠক ও অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন।
এই কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে একটি উদ্বোধনী কমিটি ও আনুষ্ঠানিক হস্তান্তর দল গঠন করা হবে।