এইমাত্র
  • আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
  • সুহানা-অগস্ত্যর প্রেমে ভাঙন: নেপথ্যে কী?
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়: ফখরুল
  • ৫ বছর পর দেশে ফিরলেন আজহারী, অংশ নেবেন মাহফিলে
  • ‘পিলখানা হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের দেশে ফেরাতে উদ্যোগ নেয়া হবে’
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য মুকুল ট্রাইব্যুনালে
  • জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • চুলের যত্নে আদার তেল, জানুন বানানোর নিয়ম
  • অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে দুই নারী আটক
  • মেহেরপুরে ভাইদের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ
  • আজ বৃহস্পতিবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    জীবাশ্ম জ্বালানির প্রতিবাদে বলেশ্বর নদে নৌকায় জেলেদের বিক্ষোভ

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

    জীবাশ্ম জ্বালানির প্রতিবাদে বলেশ্বর নদে নৌকায় জেলেদের বিক্ষোভ

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

    'জীবাশ্ম গ্যাস পৃথিবীর জন্য ক্ষতিকর,জীবাশ্ম গ্যাস মানুষের জন্য বিষাক্ত, জীবাশ্ম গ্যাস একটি ব্যয়বহুল জ্বালানি, গ্যাসের বিকল্প আছে' নানা স্লোগান নিয়ে জলবায়ু ন্যায্যতা, টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং জীবাশ্ম জ্বালানির প্রতিবাদে বলেশ্বর নদে ব্যতিক্রমধর্মী অর্ধশত নৌকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার পরে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের পদ্মা এলাকায় এ কর্মসূচি পালন করেন দুই শতাধিক মৎস্যজীবী ও স্থানীয়রা বিক্ষোভ কর্মসূচিতে অংশ্রহণ করেন।

    বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে 'এশিয়া ডে অফ অ্যাকশন' উপলক্ষে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ'র সহযোগিতায় ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে।

    এ সময় উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নয়ন, সমাজকর্মী মেহেদী শিকদার, মাইনুল ইসলাম রেজা, যুব ফোরামের সভাপতি সিফাত খান, সোহেল মল্লিক, জেলে জামাল হোসেন, আব্বাস উদ্দিন প্রমুখ।

    বক্তারা বলেন,বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। দেশের উপকূলীয় অঞ্চলসমূহ, যেগুলি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের জন্য অতি ঝুঁকিপূর্ণ, ইতোমধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখোমুখি হচ্ছে। এই আন্দোলনের মাধ্যমে দেশকে একটি ন্যায্য, টেকসই, এবং নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে উন্নতির দিকে ধাবিত করার দাবি জানিয়েছেন তারা।

    উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, যে কোন কাজ করতে আগে মানসিক ঠিক করতে হবে, করে স্থানীয়দের সম্পৃক্ত করতে হবে। মানুষের মাঝে আন্তরিকতা আর সচেতনতা না হলে কখনোই কাজ সফল সম্ভব নয়। পরিবেশ, স্বাস্থ্য, জলবায়ু এবং অর্থনীতির ওপর গ্যাস ও এলএনজির ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগোষ্ঠী, অংশীজনদের এগিয়ে আসতে হবে। প্রচার- প্রচারণা বাড়াতে হবে।

    তিনি আরও বলেন, একটি সময় ছিলো জলবায়ু পরিবর্তন বা পরিবেশ সম্পর্কে মানুষ জানতো না, পর্যায়ক্রমে উপকূলের মানুষ এখন‌ জানছে। আজ দেখুন অন্তত শতাধিক ট্রলারে কয়েকশ মৎস্যজীবী ও স্থানীয়রা উপকূল রক্ষার আন্দোলনে সোচ্চার হয়েছে। এ দাবিগুলো এখন সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখার সময় এসেছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…