এইমাত্র
  • ‘হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন’
  • জমি নিয়ে দ্বন্দ্বে: কোদালের কোপে নিহত ১, গ্রেফতার ২
  • প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল
  • এস আলমের ঋণ জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে তলব
  • পররাষ্ট্র সচিবের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ফের প্রেমে পড়েছেন পরীমণি, বললেন 'থাকুক কিছু রহস্য জমা'
  • অন্তর্বর্তী সরকারের কোনো রূপরেখা ও কৌশল নেই: টিআইবি
  • স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু আর নেই
  • আরও কমবে তাপমাত্রা, শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
  • বিজয় দিবস ভালোভাবে উদযাপন করতে চায় সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আজ সোমবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তরুণ সাংবাদিক জুয়েল

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

    বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তরুণ সাংবাদিক জুয়েল

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

    ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ও সময়ের কণ্ঠস্বরের কুয়াকাটা প্রতিনিধি তরুণ ও প্রতিভাবান সাংবাদিক জুয়েল ফরাজী বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছেন।

    শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আয়োজিত দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানে তাকে “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়েছে। তাঁর অনুসন্ধানী রিপোর্টিং, তথ্য উপস্থাপনা ও সংবাদ সংগ্রহে অসামান্য অবদানের জন্য অ্যাওয়ার্ডটি দৈনিক ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বাড়ি নয়ন অ্যাওয়ার্ডটি প্রদান করেন ।

    জুয়েল ফরাজী ২০১০ সালে অনলাইন নিউজ পোর্টাল বরিশাল আপডেট ২৪ ডট কমে সাংবাদিকতা শুরু করেন এর পর সাপ্তাহিক অপরাধ সন্ধানে, আঞ্চলিক দৈনিক আজকাল, দৈনিক হিরন্ময় পত্রিকায় কাজ করে পাঠক মহলে সুনাম অর্জন করে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় ২০১৮ সালে জায়গা করে নেন।

    জানাগেছে, তার প্রতিবেদনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও সমাজের অজানা কাহিনীই, শিক্ষা খাতে দুর্নীতি এবং সরকারি প্রকল্পগুলোর বাস্তব চিত্র পাঠক মহলে তুলে ধরেন।

    অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক, বিসিআইসি কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মশিউল আজম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল আহসান বাদলসহ সাংবাদিকতা জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব, গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মনজুরুল বারী নয়ন।

    এসময় অতিথিরা তাদের বক্তব্যে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রাপ্তদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে এর ধারা অব্যাহত রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

    এ বিষয়ে জুয়েল ফরাজী বলেন বলেন, এ পুরস্কার আমাকে আরো বেশি উৎসাহিত করেছে। তবে রিপোর্টিং এর কাজে আমাকে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। আমার প্রতিষ্ঠান এবং সহকর্মীদের সহযোগিতায় সেই বাধা-বিপত্তিকে অতিক্রম করে ঘটনার পিছনের আসল ঘটনাকে বের করে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভবিষ্যতে সকলে সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

    আরও বলেন, সাংবাদিকদের সমাজের আয়না বলা হয়।সাদা কে সাদা এবং কালোাে কালো বলতে হবে। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব।

    উল্লেখ্য, এ বছর দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের ১০ রিপোর্টারকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…