এইমাত্র
  • অতি শিগগির জাতীয় দলে ফিরছেন সাকিব!
  • মোংলায় ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলে আটক
  • দায়িত্ব নিলেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার
  • জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর
  • উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
  • ভাঙ্গুড়ার প্রবীণ সাংবাদিক আবু জাফর মঈন সিদ্দিকী আর নেই
  • সারা দেশে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধে আইনি নোটিশ
  • মোংলায় আগুনে পুড়ল দিনমজুরের স্বপ্ন
  • শহিদুল আলমকে উপদেষ্টা করার আহ্বান শফিক রেহমানের
  • সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীর জামিন স্থগিত
  • আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি’ শীর্ষক ওয়ার্কশপ

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম

    যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি’ শীর্ষক ওয়ার্কশপ

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম

    দেশের ভারী ও হালকা শিল্প কল-কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২০ নভেম্বর) দুপুরে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীবৃন্দ এ ওয়ার্কশপের আয়োজন করে।

    ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, ‘যখন কোনো ভারী শিল্প কল-কারখানায় কাজ করা হয়, তখন সেফটি ফার্স্ট। যদি এই সেফটির ট্রেনিং না থাকে, তাহলে আমাদের দক্ষতার ঘাটতি থেকে যাবে। আমি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকে বলবো, যখন শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তি হবে, তখন যেন তাদের ফায়ার সেফটি সংক্রান্ত একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। এ জন্য যশোরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে সহযোগিতার জন্য অনুরোধ করেন।

    ওয়ার্কশপে অগ্নি নির্বাপন বিষয়ে বিশেষজ্ঞ বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে যখন শিক্ষার্থীরা ভারী ও হালকা শিল্প কল-কারখানায় কর্মজীবনে প্রবেশ করবেন, তখন অগ্নি নির্বাপন শিক্ষা তাদের জন্য একটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে কাজ করবে। এ জন্য এ ধরনের ওয়ার্কশপ তাদের পেশাগত জীবনে খুবই অপরিহার্য।

    ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওয়ার্কশপে আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘হ্যাজার্ড অ্যান্ড রিস্ক অ্যানালিস্ট’ বিশেষজ্ঞ ড. মো. ইয়াসির আরাফাত খান, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজেশ কুমার চন্দ, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুর রউফ, প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মিজানুর রহমান, যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন প্রমুখ।

    অনুষ্ঠানে যবিপ্রবির প্রক্টর ড. মো. আমজাদ হোসেনসহ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপ পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সাদিকা সাহানী উর্মি ও মো. সিয়ামুল ইসলাম। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে যশোরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা শেখানো হয়।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…