পিরোজপুরের নেছারাবাদে ইশরাত জাহান জেবিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। ইশরাত জাহান জেবিন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতো।
বুধবার (২০ নভেম্বর) নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নিজেদের বাসায় এ ঘটনা ঘটে। সে বরছাকাঠি গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে।
এ বিষয়টি ওয়ার্ড মেম্বার শামীম নিশ্চিত করে জানান, মায়ের সাথে রাগারাগি করে এ আত্মহত্যা ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীরা জানান, ইশরাত জাহান জেবিন তার মায়ের সাথে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে রাগারাগি করে ঘর থেকে পাশের বাসায় যায়। কিছুক্ষণ পর বাসায় এসে তার মা মোবাইলে সিম চেইঞ্জ করছে কিনা সেটা দেখার জন্য ঘরে এসে জেবিনকে ডাক দেয়। কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ডুকেই জেবিনকে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পায়। মা ডাক চিৎকার দিলে স্বজনরা তাকে নামিয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইশরাত জাহান জেবিনের মা জানান, সকালে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে দাদী-নাতির সাথে রাগারাগি হয় এবং আমিও একটু বকাবকি দিয়েছিলাম। আমার মেয়েটা ছোট বেলা থেকেই খুব জেদী প্রকৃতির ছিলো।
ওয়ার্ড মেম্বার শামীম জানান, আমি খবর পেয়ে ওদের বাসায় গিয়েছিলাম। শুনছি তার মায়ের সাথে একটু রাগারাগী হয়েছিলো। ঘরের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, খবর পেয়ে থানা থেকে ফোর্স পাঠিয়ে মৃত্যুদেহ উদ্ধার করেছি। সকালে ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে।
এআই