এইমাত্র
  • দায়িত্ব নিল নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার
  • ড. ইউনূসের ৬ মামলা বাতিল, বাদী আদালতের সময় নষ্ট করেছেন: হাইকোর্ট
  • সাবেক এমপি শাহজাহান ওমরের গাড়িতে হামলা, মামলা করতে গিয়ে গ্রেফতার
  • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করলো পাকিস্তান
  • শেখ হাসিনার পক্ষে আদালতে লড়তে চান জেড আই খান পান্না
  • জাতি গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: রাষ্ট্রপতি
  • অটোচালকদের রেললাইন অবরোধে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
  • সিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলি হামলা, নিহত ৩৬
  • আজ ঢাকা কলেজ-সিটি কলেজের ক্লাস বন্ধ
  • আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪
    রাজধানী

    রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম

    রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম

    ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বেশ কিছু এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়, বেড়িবাঁধ সড়ক, মহাখালী, শেওড়াপাড়া, আগারগাঁও, মিরপুর, গাবতলী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ রিকশাচালকরা বিক্ষোভ করছেন বলে খবর পাওয়া গেছে। এর ফলে এসব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার রুহুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে তাদের সরাতে চেষ্টা করা যাচ্ছে।

    মহাখালী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিকের গুলশান বিভাগের এডিসি জিয়া উদ্দিন আহমেদ।

    তিনি বলেন, তারা প্রথমে কম ছিল। এখন বাড়ছে। পাঁয়ে হেঁটে তারা মহাখালী এলাকায় মিছিল করছে। আমরা বিষয়টি পুলিশের ক্রাইম বিভাগকে জানিয়েছি। তারা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।

    এর আগে গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন উচ্চ আদালত। প্যাডেল চালিত রিকশা সমিতি করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

    স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

    ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে হাই কোর্ট।

    আদালত বলেন, "ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই। তাই এটা পুরোপুরি অবৈধ।"

    এর পরদিনই ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ করলেন রিকশাচালকরা। আজও বিক্ষোভ করছেন তারা।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…