জামালপুর জেলার উপজেলা দেওয়ানগঞ্জ টু সানন্দবাড়ী মেইন রোড এর ঝালোরচর টু কাঠারবিলে চলছে দ্রুত গতিতে রাস্তার কাজ এতে ভোগান্তি দুর হচ্ছে লাখ লাখ পথযাত্রীর।
যেখানে প্রতিনিয়ত প্রাণ ফিরে পেয়েছে উপজেলাবাসী। এলাকাবাসীর প্রাণের দাবি নির্মাণ করতে হবে একটি সুন্দর ও সুগম রাস্তা। যে রাস্তা দিয়ে চলবে প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি অবধি ভ্যান, রিক্সা, অটোরিক্সা কিংবা অন্যান্য যানবাহন।
পথযাত্রী সাগর খান বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ থেকে অবহেলিত হয়ে ছিলাম ভাঙ্গাচুরা রাস্তা জন্য।আমাদের নিত্য দিনের সঙ্গী হচ্ছে দুর্ঘটনা। প্রতিদিন আমাদের ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। আর যোগাযোগ ব্যবস্থা বেহাল অবস্থা থাকায় রাস্তা চলাচলের অযোগ্য হওয়ায় আমরা সঠিক সময়ে যেতে পারি নাই।
এলাকাবাসী আনোয়ার হোসেন বলেন, অনেকদিন ধরে রাস্তার বেহাল দশা আমাদের যাতায়াতের কষ্ট দুর হচ্ছে আর ভোগান্তি পোহাতে হবে না আমরা চাই রাস্তার কাজটা ভালো হোক।
রাস্তার দ্রুত কাজ হওয়ার জন্য এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন দেওয়ানগঞ্জ বাজারে সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান মেসার্স দূর্গা এন্টারপ্রাইজ এর পরিচালক বাবু শ্যামল চন্দ্র সাহাকে।
এলাকাবাসী আবুল মিয়া বলেন, জামালপুর জেলার সর্বোচ্চ করদাতা সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান মেসার্স দূর্গা এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান বাবু শ্যামল চন্দ্র সাহা দাদা আমাদের চরাঞ্চলের মানুষের রাস্তাটির কাজ নেওয়ায় আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলাম। যেভাবে রাস্তার কাজ শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যেই আমরা সুন্দর একটি রাস্তা উপহার পাবো। আর থাকবে না আমাদের কষ্ট সঠিক সময়ে যেতে পারবো গন্তব্যস্থলে।
অন্যদিকে রাস্তা নির্মাণাধীন কর্মী ও কর্মকর্তারা জানান, আমরা সুন্দর একটি রাস্তা উপহার দেওয়ার জন্য রাস্তার দুই পাশে ঘরবাড়ি, দোকানপাট, বিভিন্ন ধরনের স্থাপনা উঠিয়ে দিয়েছি। আমরা নির্মাণ করিতেছে বাহাদুরাবাদ ও হাতি ভাঙা ইউনিয়নের মানুষের জন্য সুন্দর একটি রাস্তা। আর থাকবে না তাদের ভোগান্তি আমরা দ্রুত রাস্তার কাজ শেষ করবো।
এআই