পঞ্চগড়ে বনবিভাগের দেবীগঞ্জ রেঞ্জের আওতাধীন বদেশ্বরী বিট কার্যালয়ের বিট কর্মকর্তা কামরুজ্জামান টুটুলের বিরুদ্ধে উঠা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে সময়ের কণ্ঠস্বরে 'দায়িত্বের আড়ালে দুর্নীতি: বন প্রহরীর একের পর এক অনিয়ম' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যেখানে এই বিট কর্মকর্তার বিরুদ্ধে চোরাই গাছ জব্দের পর উর্ধ্বতন কর্মকর্তাকে না জানানো, করাতকলে গাছ জিম্মায় রাখা, গাছ জিম্মায় রাখার পর উদ্ধারে ব্যর্থ হওয়া ও রেঞ্জ কার্যালয়ে গাছ নেওয়ার নাম করে বাইরে পাঠানোর মতো গুরুতর অভিযোগের কথা বলা হয়।
সংবাদটি প্রকাশের পর নড়চড়ে বসেন বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযোগ তদন্তের জন্য বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। তদন্ত কর্মকর্তাকে দ্রুত প্রতিবেদন দাখিলের কথা বলা হয়।
দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।
এআই