গলাচিপায় বৃহস্পতিবার রাতে পৌর শহরের ৪নম্বর ওয়ার্ডের সুমা রানী পাল(৩০) নামের এক গৃহবধূ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। সে গলাচিপা থানার উত্তর পাশের পাল টেলিকম এর মালিক সুজন পালের স্ত্রী। এই দম্পত্তির একটি কন্যা সন্তান রয়েছে।
জানা গেছে, গলাচিপায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২১বেডে ১০৪জন রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে ১৬জনই হলো ডেঙ্গু রোগী। ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে গলাচিপায়।
হাসপাতাল সূত্রে জানা যায় , সুমা রানী পাল গলাচিপা স্বাস্থ্যকমপ্লেক্সে বৃহস্পতিবার রাত ৮টা ১০মিনিটে ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা থেকে বরিশাল যাওয়ার পথে গলাচিপা ফেরিঘাট নামক স্থানে ওই রাতেই মারা যায়। সুজন পালের অভিযোগ তার স্ত্রী সুমা রানী পাল গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সেই মৃত্যু হয়েছে।
গলাচিপার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: মো. মেজবাহ উদ্দিন জানান, সুমা পাল নামের এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।
এফএস