দিনাজপুরের বিরামপুর মিনি স্টেডিয়াম মাঠ অবৈধ দখলমুক্ত চেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেছেন স্থানীয় খেলোয়াড়, ছাত্র জনতার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর তরুণ আইনজীবি এ্যাডভোকেট ওমর ফারুক আপেলসহ স্থানীয়রা।
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে বিরামপুর মিনি স্টেডিয়াম মাঠ অবৈধ দখলমুক্ত চেয়ে এ স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপি সূত্রে জানা গেছে, বিরামপুর মিনি স্টেডিয়াম মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় খেলাধুলা এবং সামাজিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সমাজের কতিপয় দখলবাজ, সন্ত্রাসী এবং অসাধু ব্যক্তিরা এই মাঠটি পুনরায় বেআইনিভাবে দখল করে বাজার স্থাপনের মাধ্যমে অতিরিক্ত ফায়দা হাসিল করে আসছে, যা জনস্বার্থ এবং ক্রীড়া প্রেমীদের জন্য মারাত্মক ক্ষতিকর।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের মাধ্যমে, নিয়মিত খেলোয়াড় এবং স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাঠটি অবৈধ দখল থেকে মুক্ত হয়েছিল।
এছাড়াও ২০২১ সালের ২৬ ডিসেম্বরে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছিল। একই বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনকেও মৌখিকভাবে অবগত করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, আবারও গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে কিছু দখলবাজ, সন্ত্রাসী এবং অসাধু ব্যক্তি মাঠটি বেআইনিভাবে দখল করে বাজার স্থাপন করেছেন। এই ধরনের কার্যক্রম স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে এবং শিশু-কিশোরদের খেলাধুলার চর্চা, শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে।
স্বারকলিপিতে আরও উল্লেখ করা হয়, মাঠ দখলমুক্ত করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে, স্থানীয় জনগণ, খেলোয়াড় ও ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে। এর ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে, এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, মাঠে বাজার লাগানোর বিষয়টি উপজেলা প্রশাসন আগেই অবগত হয়েছে। এবিষয়ে প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করছে। স্বারকলিপি পেয়েছি তদন্ত পূর্বক যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এআই