এইমাত্র
  • মানুষের মত দেখতে বলেই সবাই মানুষ হয় না: তমা মির্জা
  • হত্যা মামলায় গ্রেপ্তার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
  • সখীপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • আনার হত্যার উদ্দেশে অপহরণের মামলার প্রতিবেদন পেছালো
  • আগামী দুই মাস সূর্য দেখবেন না যে শহরের বাসিন্দারা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস সময় পাবেন সরকারি কর্মচারীরা
  • অটোরিকশা চালকদের কর্মসূচি স্থগিত, ডিএমপির সঙ্গে বৈঠক সোমবার
  • ফুলবাড়ীতে গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
  • বেনাপোলে ক্যান্সার রোগীর স্বজনের নিকট চাঁদা আদায়ের মামলায় গ্রেপ্তার ২
  • ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
  • আজ রবিবার, ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    পরাজিত শক্তিরা দেশের বাহিরে থেকে ষড়যন্ত্র করছে: এ্যানী

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০১ পিএম
    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

    পরাজিত শক্তিরা দেশের বাহিরে থেকে ষড়যন্ত্র করছে: এ্যানী

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

    বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আওয়ামী লীগ দেশের শত্রুতে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে। ফলে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এখন তারা দেশের বাহিরে থেকে নানান ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। পুরাতন ছবি ছড়িয়ে গুজব রটাচ্ছে। তাদের এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

    রবিবার (২৪ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুর স্টেডিয়ামে তাঁত বস্ত্র দেশীয় শিল্প ও পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব বলেন। জেলা ফুটবল অ্যাসোশিয়েশন মাসব্যাপী এ মেলার আয়োজন করেন।

    এ্যানী চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ দেশের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। দেশকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। ভারত মাদক সরবরাহ করতো আর আওয়ামী লীগ তা সারাদেশে ছড়িয়ে দিতো।

    তিনি আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ নতুন বাংলাদেশকে সকলের ঐক্যবদ্ধভাবে গঠন করতে হবে। ইউনুস সরকারকে সহযোগিতা করতে হবে।

    মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু।

    এছাড়া উপস্থিত ছিলেন- ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রব শামীম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এড. মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনান প্রমুখ।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…