স্পেনের ভ্যালেন্সিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর দ্রুত পুনর্গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। শনিবার (২৩ নভেম্বর) পোস্টার হাতে ভ্যালেন্সিয়ার নেতা কার্লোস মাজনের পদত্যাগ দাবি করে শহরের রাস্তায় মিছিল করেন বিক্ষোভকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত ২৯ অক্টোবর স্পেনের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ২২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হয়। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের এক মাস পেরিয়ে গেলেও সমস্যা রয়েই গেছে।
বন্যা মোকাবিলায় আঞ্চলিক সরকারের ব্যর্থতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। শিক্ষকদের একটি ইউনিয়ন অভিযোগ করেছে যে পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব শিক্ষকদের এবং শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
আঞ্চলিক শিক্ষক ইউনিয়ন জানিয়েছে, ৩০টি স্কুল এখনও বন্ধ রয়েছে, ফলে ১৩ হাজার শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে।
ইউনিয়নের এক মুখপাত্র মার্ক ক্যান্ডেলা রয়টার্সকে বলেন, আমরা উপেক্ষিত বোধ করছি। কারণ শিক্ষক, অভিভাবক এবং স্বেচ্ছাসেবীরা নিজেরাই স্কুল পরিষ্কার করেছেন। আমরা কিছু স্কুলে পরিচ্ছন্নতাকর্মী দেখেছি, কিন্তু তা যথেষ্ট নয়।
ভ্যালেন্সিয়া অঞ্চলে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বন্যায় গাড়ি এবং ভূগর্ভস্থ পার্কিং ডুবে মানুষ মারা গেছেন এবং বাড়িঘর ধসে পড়েছে। সেগুলো সংস্কারের উদ্যোগ খুবই কম।
তবে ভ্যালেন্সিয়ার শিক্ষামন্ত্রী ড্যানিয়েল ম্যাকইভয় জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
ভ্যালেন্সিয়ার নেতা কার্লোস মাজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বন্যার সতর্কবার্তা বাসিন্দাদের কাছে অনেক দেরিতে পাঠিয়েছেন।
তিনি স্বীকার করেছেন যে তিনি ভুল করেছেন, তবে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন।
এবি