মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বুধবার হাসান রাবার ইন্ডাস্ট্রিজের দুই শতাধিক শ্রমিক মেইন গেইটে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল আনুমানিক ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পুরানবাউশিয়া এলাকার হাসান রাবার ইন্ডাস্ট্রির শ্রমিকেরা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে অবস্থান নেন। কয়েক সহকর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে তারা এ সময় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন ।
মালিকপক্ষ তাদের শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ অব্যাহত রাখেন শ্রমিকেরা। পরবর্তীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেয় শ্রমিকরা।
আন্দোলনকারী শ্রমিকদের দাবী, গত ২১ অক্টোবর হাসান রাবার ফ্যাক্টরি সিও' এর পদত্যাগ, বেতন ভাতা বৃদ্ধি এবং কর্ম ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পরবর্তীতে মালিক পক্ষ ও উপজেলা প্রশাসন একাধিকবার বৈঠক করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে আসেন তারা। কিন্তু এর কিছুদিন পরেই আন্দোলনকারী শ্রমিকদের তালিকা করে একের পর এক শ্রমিককে চাকুরী চ্যুত ও ছাঁটাই করতে থাকে মালিকপক্ষ। সর্বশেষ শ্রমিক নেতা সোহেলকে চাকরিচ্যুত করার নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ তাই বাধ্য হয়ে তারা আজকে মেইল গেটে বিক্ষোভে নেমেছেন। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বলেন, ‘উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধান করা হয়েছে।
ইউএনও আরো জানান, মালিকপক্ষের দাবী আন্দোলনের কারণে নয়, নিয়ম ভাঙ্গার কারণে কতিপয় শ্রমিককে চাকরিচ্যুত বা ছাঁটাই করা হয়েছে।
প্রতিটি কোম্পানি তাদের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা কোম্পানি কর্তৃপক্ষ নিতে পারে। শ্রমিক নেতা সোহেলও নিয়ম ভাঙ্গার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।
এমআর