সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের ওপর অযথা চাপ সৃষ্টি করলে জনগণের সমর্থন হ্রাস পেতে পারে।
রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিজভী।
রিজভী বলেন, "অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও তাদের উদ্যমের ঘাটতি রয়েছে। মানুষ যদি বিগত সরকারের চেয়ে বেশি স্বস্তিতে না থাকতে পারে, তবে হতাশা বাড়বে।" তিনি শেখ হাসিনার শাসন ব্যবস্থার সমালোচনা করে বলেন, "এভাবে দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না।"
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাড়া-মহল্লায় চাঁদাবাজি বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান রিজভী।
রিজভী আরও বলেন, "গত ৫০ বছরে রাজনৈতিক দলগুলো অনেক কিছু করতে ব্যর্থ হয়েছে, একজন উপদেষ্টার এমন মন্তব্য বেমানান।" তিনি এই মন্তব্যকে ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকারের সময়ের শাসন নীতির সঙ্গে তুলনা করেন।
তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার পতন কিংবা রাজনৈতিক বিপ্লব কখনো সুশীল সমাজের দ্বারা হয়নি। বরং এসব পরিবর্তন জনগণ ও রাজনৈতিক দলের উদ্যোগে হয়েছে।
এসএফ