যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যে দেশগুলো অবৈধ অভিবাসী ফেরত নিতে অস্বীকৃতি জানাবে, তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে।
ট্রাম্প বলেছেন, "আমি দেশগুলোকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করব। যদি তারা না নেয়, তাহলে তাদের জন্য ব্যবসা কঠিন করে তুলব। বড় অঙ্কের শুল্ক আরোপ করব।" তিনি এও জানান, এমন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। এটি তার দ্বিতীয়বার বর্ষসেরা ব্যক্তি হওয়ার ঘটনা।
ট্রাম্প বলেন, "যদি প্রয়োজন হয়, নতুন ক্যাম্প তৈরি করা হবে, তবে আমার লক্ষ্য বেশি ক্যাম্প তৈরি নয়। আমি তাদের দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চাই।"
তিনি বলেন, "আমি চাই না অভিবাসীরা পরিবার থেকে আলাদা হয়ে যাক। তাই আমরা তাদের পুরো পরিবারকেই একসঙ্গে ফেরত পাঠাব।"
এসএফ