শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক বীর মুক্তিযোদ্ধার ক্রয়কৃত সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পালং মডেল থানায় অভিযোগ করা হলেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ বীর মুক্তিযোদ্ধার আব্দুল হাফেজ খার।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার পালং থানাধীন ৯৯নং রুদ্রকর মৌজায় বিআরএস ১/১ এবং এস.এ ৮৩৭ নং খতিয়ানের বিআরএস ৯৪৮ এবং এস.এ ১০৮১ নং দাগের ৪৬ শতাংশ ভূমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফেজ খান গংদের। উক্ত জমিতে তাদের প্রতিপক্ষ দুলাল সরদার গংরা জোরপূর্ব ভোগ দখল করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩০২৩, ৫২৪৭, ৫২৫৪, ১০৭১ নং দলিল মূলে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফেজ খান (৭০) অভিযোগ করে বলেন, আমি আমার দলিলের সম্পত্তি ভোগদখল করতে জমিতে বেড়া দিলে প্রতিপক্ষের লোকজন বেড়া ভেঙ্গে গরু বাছুর দিয়ে ফসলাদি নষ্ট করে ফেলে। আমরা কোন কিছু বললে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট করতে আসে। আমাদেরকে জীবন নাশের হুমকি দেয়। এমনকি আমাদের জমিতে কোন প্রকার কাজ করতে গেলে নিষেধ করে। আমি এর একটি সঠিক সমাধান চাই।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ দুলাল সরদার বলেন, আমাদের এই জমির কাগজপত্র আছে তবে আমার কাছে নাই। সালিশি আরিফ মোল্লার কাছে কাগজপত্র জমা দেয়া রয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, আমরা দু পক্ষে দুইটা অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।