নেত্রকোনায় সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) অভিযানে ১টি মিনি ট্রাকসহ ৯৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে।
রবিবার (০৫ জানুয়ারি) জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটেলিয়ান ৩১ বিজিবি এর অধীন নলুয়াপাড়া বিওপির একটি বিশেষ টহল সীমান্ত পিলার ১১৬১ এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের বাজার গোপালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এই সময় সড়কের উপর একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মিনি ট্রাকটিকে জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরাকারবারিরা।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদকসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিল সহ ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
এআই