পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির শিক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য দুইটি মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন। তিনি "ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ইন্টারন্যাশনাল গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২৪" এবং "মহাবঙ্গ সাহিত্য পর্ষদ স্বর্ণপদক ২০২৪" এ ভূষিত হয়েছেন।
শিক্ষা ক্ষেত্রে নেতৃত্ব, মানবতার সেবা এবং সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। অধ্যক্ষ মোঃ ফোরকান কবির দীর্ঘদিন ধরে গলাচিপা সরকারি কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা পৌরসভা সদরে অবস্থিত গলাচিপা সরকারি কলেজ জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এই কলেজটি ৯.৬৮ একর জমির উপর মনোরম পরিবেশে অবস্থিত। ১৯৬৯ সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই কলেজটি শুরু থেকেই শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অধ্যক্ষ ফোরকান কবির তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "এই সম্মাননা আমার দায়িত্ব ও প্রতিশ্রুতি আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবসময় চেষ্টা করব শিক্ষা ও মানবকল্যাণে আরও বেশি অবদান রাখতে।"
তাঁর এই অর্জন গলাচিপা সরকারি কলেজ ও পটুয়াখালী জেলার জন্য গর্বের বিষয়। উপজেলার সর্বস্তরের মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যক্ষ ফোরকান কবিরের এই কৃতিত্ব শিক্ষার অগ্রযাত্রায় একটি অনুপ্রেরণা হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
এইচএ