সুনামগঞ্জে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ যোগদান করেছেন।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে তিনি সুনামগঞ্জ পুলিশ সুপার কার্য্যালয়ে যোগদান করেন।
এই সময় তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ৩০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১২ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এইচএ