দীর্ঘদিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকাশ্যে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ এর আয়োজন করেছে শাখা ইসলামি ছাত্রশিবির।
রবিবার (৫ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই উৎসবটি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বসেছে এই প্রকাশনা উৎসবের স্টল। স্টলটিতে ৩ ধরনের ডায়েরি, জুলাই বিপ্লবকে ধারণ করা ক্যালেন্ডার, বড় ও ছোটদের জন্য শিক্ষমূলক ও বিভিন্ন ইসলামি বইসহ ছাত্রশিবিরের অন্যান্য প্রকাশনা সামগ্রীও পাওয়া যাচ্ছে। স্টলটিতে একটু পর পর বন্ধুবান্ধবসহ ভীড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের অনেকে এসব প্রকাশনা সামগ্রী দেখছেন আবার অনেকে তা নিজের জন্য বা প্রিয়জনের জন্য সুলভ মূল্যে কিনে নিচ্ছেন।
প্রকাশনা উৎসবে এসে কিছু বই কিনেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী। তিনি ছাত্রশিবিরকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা বিগত সময়ে এ রকম আয়োজন দেখিনি। বর্তমান সময়ে এমন আয়োজন আসলে দরকার। বই মেলা আগেও হয়েছে, এরকম প্রোগ্রাম হয় নাই। আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি মুসলিম হিসাবে ইসলামী বই গুলো পড়া দরকার। এখানে সামসময়িক সময়ে ইসলাম নিয়ে দারুণ দারুণ বই বের হয়েছে। আর নতুন নতুন লেখকের বই গুলো আরও সুন্দর। আমি কিছু বই কিনেছি।
প্রকাশনা উৎসবে আসা ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী বলেন, আজকে আমি ক্লাস শেষে বুদ্ধিজীবী চত্বরে এসে দেখি ইসলামী ছাত্রশিবিরে একটি প্রোগ্রাম হচ্ছে। এখানে ২৪শে বিপ্লব থেকে শুরু করে তাদের সংগঠনের বিভিন্ন প্রকাশনা এবং বই দেখতে পাচ্ছি। এগুলো তারা অল্প মূল্যে বিক্রি করছেন। আমি তাদের উদ্যোগ দেখে খুবই সন্তুষ্ট।
আয়োজনের বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের বিজ্ঞান ও গবেষণা সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুল সাকিব বলেন, ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। আপনি যদি আমাদের ক্যালেন্ডারগুলোতে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে তিন পাতার ক্যালেন্ডার রয়েছে। যেখানে জুলাই বিপ্লবের বিভিন্ন প্রতীকি তুলে দেয়া হয়েছে। আমাদের এখানে বিভিন্ন প্রকাশনার বই, তিন রকমের ডায়েরি, ছাত্রশিবিরের লিখিত কলম এবং চাবির রিং, টেবিল ক্যালেন্ডার এবং নিজস্ব প্রকাশনির বই রয়েছে। উৎসবটি সপ্তাহব্যাপী চলবে।
এইচএ