এইমাত্র
  • ভূমিকম্পে তিব্বতে ক্ষতিগ্রস্ত এক হাজার বাড়ি, নিহত বেড়ে ৫৩
  • ‘ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি’
  • বিতর্ক পাশে রেখে হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা
  • কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন
  • ঢাকায় যোগ দিলেন ইংলিশ ওপেনার রয়
  • তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু
  • বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
  • পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর
  • পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • মাধবপুরে দরজা ভেঙে আছমার মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ২৪ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সখীপুরে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির হিড়িক

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

    সখীপুরে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির হিড়িক

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

    টাঙ্গাইলের সখীপুরে ইরি-বুরো মৌসুমের শুরুতেই গভীর নলকূপের ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির হিড়িক পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো সেচপাম্প এলাকার (গভীর নলকূপের) জন্য স্থাপিত ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ চুরির খবর পাওয়া যাচ্ছে। এতে সেচপাম্প এলাকার কৃষকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট এলাকাবাসী ও পিডিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

    জানা গেছে, সখীপুর পিডিবির কুচুয়া ও বড়চওনা ফিডারের আওতায় সংঘবদ্ধ চোর চক্র গত এক সপ্তাহে অন্তত পক্ষে ১৪/১৫টি গভীর নলকূপের ট্রান্সফরমারের লোপ তারসহ অন্যান্য মূলবান বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। ফলে ওইসব গভীর নলকূপ এলাকায় বিদ্যুৎহীন হয়ে জনভোগান্তিতে পড়েন মানুষ। গভীর নলকূপের মালিক-ম্যানেজাররাও চিন্তিত হয়ে পড়েছেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, বড়চওনা ফিডারের সাড়াশিয়া ও ছোটচওনা এলাকায়, কচুয়া ফিডারের আড়াইপাড়া এলাকার বিল্লাল হোসেন ও শামসুল হক, একই ফিডারের রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ও আবদুল কাদেরের গভীর নলকূপে সোমবার গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়। এ অবস্থায় উদ্বেগাকুল কৃষকরা চুরি রোধে অনেক এলাকায় রাতে পাহারা দিচ্ছেন ট্রান্সফরমার।

    ট্রান্সফরমার ও এর যন্ত্রাংশ চুরি চক্রের আতঙ্ক এখন উপজেলাজুড়েই কৃষকদের মাঝে বিরাজ করছে।

    পিডিবির ফিডারের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী জানান, সংঘবদ্ধ চোর চক্র গভীর নলকূপের জন্য স্থাপিত ট্রান্সফরমারের লোপ তার চুরি করে কারণ, ওইখানে গভীর রাতে মানুষজন থাকে না। আর লোপ তারটি হচ্ছে অনেক দামি, এ তারগুলোর ভেতরের অংশ তামার, উপরের কভার পুড়ে ফেলে তামাগুলো বিক্রি করে চোর চক্র।

    সখীপুর পিডিবিথর (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন, আমিও বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ চুরির খবর পাচ্ছি। চুরি যাওয়া এলাকার ট্রান্সফরমার সার্বিক উপকরণ দিয়ে সচল করে দিচ্ছি। চুরির বিষয়ে থানায় জিডি করা হয়েছে। এছাড়াও এলাকাবাসীকে সচেতন করার জন্য বিদ্যুৎ বিভাগ থেকে মাইকিং করা হচ্ছে। কেউ চোর ধরিয়ে দিতে পারলে তাকে পুরষ্কৃত করা হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…