এইমাত্র
  • চট্টগ্রামে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক
  • ভূমিকম্পে তিব্বতে ক্ষতিগ্রস্ত এক হাজার বাড়ি, নিহত বেড়ে ৫৩
  • ‘ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি’
  • বিতর্ক পাশে রেখে হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা
  • কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন
  • ঢাকায় যোগ দিলেন ইংলিশ ওপেনার রয়
  • তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু
  • বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
  • পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর
  • পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • আজ মঙ্গলবার, ২৪ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সিংড়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম

    সিংড়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম

    নাটোরের সিংড়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিংড়া-নাটোর মহাসড়কে নিংগইন আমিনা পেট্রল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- চাপায় রুবেল (২৮) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খেয়ালী মধ্যপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও নাদিম মাহমুদ (৩০) নাদিম মাহমুদ একই গ্রামের মঞ্জুর আলমের ছেলে। অপরদিকে, শামসুদ্দিন (৪২) ওই এলাকার সাহেব প্রামানিকের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার দিক থেকে মোটরসাইকেল যোগে ৩ আরোহী নাটোরের দিকে যাচ্ছিলেন। একই সময় সিংড়া হয়ে একটি ট্রাক গাড়ি নাটোরের দিকে যাচ্ছিল। উভয় যানবাহন নিংগইন শুটকি চাতালের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুবেল এবং নাদিম মাহমুদ নিহত হন। শামসুদ্দিন নামের অপরাহ্ন আরোহী গুরুতর আহত হন। ওই সময় দুর্ঘটনার খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহত শামসুদ্দিন কে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক যানবাহনকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

    সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারকে জানানো হয়েছে। লাশ উদ্ধার করে সিংড়া থানা হেফাজতে রাখা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…