এইমাত্র
  • চট্টগ্রামে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক
  • ভূমিকম্পে তিব্বতে ক্ষতিগ্রস্ত এক হাজার বাড়ি, নিহত বেড়ে ৫৩
  • ‘ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি’
  • বিতর্ক পাশে রেখে হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা
  • কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন
  • ঢাকায় যোগ দিলেন ইংলিশ ওপেনার রয়
  • তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু
  • বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
  • পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর
  • পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
  • আজ মঙ্গলবার, ২৪ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সাংবাদিকদের নিয়ে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার কূটক্তির প্রতিবাদে বিএমএসএফের বিবৃতি

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম

    সাংবাদিকদের নিয়ে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার কূটক্তির প্রতিবাদে বিএমএসএফের বিবৃতি

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিক হরিশ রায় ও নাজমুস সাকিব মুন-এর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদের কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

    সাংবাদিক হরিশ দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং সমকাল ও অবজারভারে কর্মরত; সাংবাদিক মুন একই সংগঠনের সাধারণ সম্পাদক এবং সময়ের কণ্ঠস্বর ও মানবজমিনে কর্মরত আছেন।

    শনিবার (৪ জানুয়ারি) বিএমএসএফ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “রাজনীতি ও সাংবাদিকতা ভিন্ন বিষয়। রাজনীতিবিদরা তাদের রাজনীতি করুন এবং সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দিন। সাংবাদিকদের কাজে কোনো প্রকার বাধা বা হস্তক্ষেপ গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।”

    জানা গেছে, সাংবাদিক হরিশ রায় ও নাজমুস সাকিব মুন গত ২৮ ডিসেম্বর মাদ্রাসার জমি লিজের টাকা জমা না দেওয়া এবং উত্তোলিত টাকার হিসাবের গড়মিল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদন জনস্বার্থে হলেও, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তাদের ‘জঙ্গি’ এবং ‘র’-এর এজেন্ট বলে আখ্যা দেন। এমনকি তাদের সাংবাদিকতা বন্ধে জেলা বিএনপির সদস্য সচিবের সহযোগিতা চান।

    এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত উল্লেখ করে বিএমএসএফের পক্ষ থেকে বলা হয়, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে এর ফলাফল রাজনীতিবিদদেরই ভোগ করতে হবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, সাংবাদিকতা হলো গণতন্ত্রের ভিত্তি, যা স্বাধীনতার মৌলিক অধিকার। এ ধরনের মন্তব্য শুধুমাত্র মানহানির উদ্দেশ্যেই করা হয়েছে।”

    বিএমএসএফ আরও উল্লেখ করে, “কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতার এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করি ভবিষ্যতে সাংবাদিকদের প্রতি এ ধরনের অবমাননাকর বক্তব্য আর শোনা যাবে না।”

    উল্লেখ্য, বিএমএসএফের পক্ষ থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।এর আগে ২ জানুয়ারী ওই চেয়ারম্যান দেবীগঞ্জ পাবলিক ক্লাব হল রুমে সংবাদ সম্মেলন করেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…